Header Ads

Study abroad in Spain

ঢাকার মধ্যে আরও দুই ক্রীড়া কমপ্লেক্স

 ঢাকার মধ্যে আরও দুই ক্রীড়া কমপ্লেক্স


বাংলাদেশে জাতীয় ফেডারেশন-অ্যাসোসিয়েশনের সংখ্যা অর্ধশতাধিক। এত সংখ্যক ফেডারেশন থাকলেও নেই অনেকের অনুশীলন স্থান। একটি ক্রীড়া স্থাপনা ভাগাভাগি করতে হয় কয়েকটি খেলার জন্য। সামনে এই সংকট দূর করার আশাবাদ ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। 

পূর্বাচলে ক্রিকেট বোর্ড নিজস্ব অর্থায়নে স্টেডিয়াম নির্মাণ করছে। সেই স্টেডিয়ামের পাশে কিছু অতিরিক্ত জমি রয়েছে। ওই জায়গাগুলোতে অন্য খেলার জন্য কমপ্লেক্স করতে চায় ক্রীড়া মন্ত্রণালয়, ‘ইতোমধ্যে ক্রিকেট বোর্ডের সভাপতি পাপন ভাইয়ের সঙ্গে আলোচনা হয়েছে। স্টেডিয়ামের পাশে অতিরিক্ত জমি রয়েছে। সেখানে অন্য খেলার জন্য আমরা কমপ্লেক্স করব।’
 
ঢাকার অভিজাত এলাকা গুলশানেও আরেকটি কমপ্লেক্স করার পরিকল্পনা রয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের। গুলশানে ইতালিয়ান দূতাবাস ও ডাচ ক্লাব তাদের ভবন ছেড়ে দিচ্ছে। সেই ভবনে ক্রীড়া স্থাপনা করার পরিকল্পনা মন্ত্রীর, ‘ইতালিয়ান দূতাবাস ও ডাচ ক্লাব অন্যত্র সরে যাচ্ছে। সেই জায়গাটি আমরা ক্রীড়া স্থাপনায় ব্যবহার করতে চাই। এজন্য প্রয়োজনীয় আলোচনা চলছে।

রাজধানী ঢাকা শহর অত্যন্ত ব্যস্ততাপূর্ণ। প্রশাসনিক বিভিন্ন বিষয়ের মতো খেলাধুলাও রাজধানী কেন্দ্রিক। ঢাকার বাইরে জাতীয় ক্রীড়া পরিষদ অনেক স্থাপনা করলেও সেই স্থাপনায় ফেডারেশনগুলো ব্যবহারে তেমন আগ্রহী হয় না। তাই বাধ্য হয়েই ঢাকাতে আরো স্থাপনা নির্মাণের ভাবনা জাতীয় ক্রীড়া পরিষদের, ‘ঢাকার বাইরেও অনেক সুন্দর ও বড় কমপ্লেক্স করেছি আমরা। গোপালগঞ্জে সুন্দর বিশ্বমানের কমপ্লেক্স রয়েছে। সেখানে আবাসন ও অন্য বিষয় বিবেচনা করে অনেকেই যান না। সবারই আগ্রহ ঢাকাতেই অনুশীলন করা ও খেলা। ঢাকাতে যেন আরো অধিক সংখ্যক খেলা সম্ভব হয় এজন্য আমরা দুইটি কমপ্লেক্স নিয়ে কাজ করছি।

ঢাকার ক্রীড়া স্থাপনার অধিকাংশই বঙ্গবন্ধু স্টেডিয়ামকেন্দ্রিক। এখানে ক্রিকেট, শ্যূটিং, সাতার বাদে অন্য সকল খেলাই হয়ে থাকে। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনিশিয়ামে কয়েক খেলার খেলোয়াড়রা ভাগাভাগি করে খেলে। এই বছর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গেমস। অনুশীলন জায়গা সংকটের জন্য তায়কোয়ান্দো, জিমনিস্ট্যাক্সি ও কুস্তি জিমনিশিয়ামকে তিন ভাগে ব্যবহার করছে। ফলে তিন খেলারই অনুশীলনে ব্যঘাত ঘটছে। এই সম্পর্কে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি। জাতীয় ক্রীড়া পরিষদ তিন ফেডারেশনকে নিয়ে এক সভা করে এই বিষয়ে নির্দেশনা দেবে।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.