Header Ads

Study abroad in Spain

মারামারি নিয়ে ‘নিন্দার’ কিছু নেই, দলের সবাইকে নিয়ে ‘গর্বিত’

 মারামারি নিয়ে ‘নিন্দার’ কিছু নেই, দলের সবাইকে নিয়ে ‘গর্বিত’


চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি যেন পরিণত হয়েছিল রণক্ষেত্রেই। এক গোলের লিড নিয়ে ওয়ান্ডা মেট্টোপলিটনে খেলতে এসেছিল ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধে যেমন, দ্বিতীয়ার্ধে ওই গোল শোধ করতে মরিয়া হয়ে উঠেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সেমিফাইনালে যেতে গোলটা যে তাদের ভীষণ দরকার।

কিন্তু এমন কঠিন মুহূর্তে কি না সময় ব্যয় করছিলেন ম্যান সিটি ফুটবলাররা। মাথা ঠিক থাকেনি অ্যাটলেটিকো ফুটবলারদেরও। ফিল ফোডেনকে ফিলিপে ফাউল করেন, পরে মাটিতে লুটিয়ে পড়া ফোডেনকে টেনে মাঠের বাইরে নিয়ে যান স্যাভিচ। যদিও সতীর্থদের এমন কাজে নিন্দা করার মতো কিছু দেখছেন না অধিনায়ক কোকে। 

ম্যাচের পর তিনি বলেছেন, ‘আমি আমার দলের সদস্যদের চেষ্টার জন্য গর্বিত। আমার দলের কোনো কিছুকেই নিন্দা করতে পারি না। আমি দলের সবাইকে ও সমর্থকদের নিয়ে গর্বিত- যারা ম্যাচ হারার পরও আমাদের অভিবাদন দিয়েছে। এটাই অ্যাটলেটিকো।’

ম্যাচের পরিস্থিতিই তাদের এমন পাগলামিতে বাধ্য করেছে বলে দাবি অ্যাটলেটিকো অধিনায়কের, ‘ম্যাচটাই আপনাকে পাগলামির দিকে নিয়ে গেছে। যখন আপনি দেখবেন সুযোগ আছে আর তারা মাটিতে পড়ে থাকছে ও সময় নষ্ট করছে, তখন এমন হবেই।’

‘আমরা অনেক সময় সময়ের ব্যাপার নিয়ে সমালোচিত হয়েছি, কিন্তু এবার তারা এমন করেছে। দেখা যাক লোকজন এটা নিয়ে কী ভাবে। আজকে এটা দেখা গেছে, আমরা অ্যাটলেটিকো মাদ্রিদ আর আমি আমার দলকে নিয়ে গর্বিত।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.