Header Ads

Study abroad in Spain

জোধপুর হাইকোর্টের রায় স্ত্রী কে অন্তসত্ত্বা করতে ১৫,দিনের, প্যারোলে মুক্তি আসামীর।

 জোধপুর হাইকোর্টের রায় স্ত্রী কে অন্তসত্ত্বা করতে ১৫,দিনের, প্যারোলে মুক্তি আসামীর।


স্ত্রীর অধিকার কে আইনের মান্যতা দিতে বাধ্য হল ভারতের রাজস্থানের জোধপুর হাইকোর্টের বিচারপতি। তিনি রাজস্থানের ভিলওয়ারা আদালতের রায় কে চ্যালেঞ্জ করে যে মামলা তার কাছে এসেছিল তাতে দেখা যায় স্বামী খুনের ঘটনায় জেলে বন্দী।

কিন্তু তার সন্তান না থাকায় তার সন্তান পয়দা করতে তার স্বামী কে মুক্তি দেওয়া হোক। নতুবা তাঁর পক্ষে সন্তানের মা হবার অধিকার থাকবে না। এই যুক্তি খাড়া করে এবং স্ত্রীর অধিকার কে খাড়া করে ন্যায় বিচার চান আদালতের কাছে।

সেই রায়ের রায় দিতে গিয়ে রাজস্থানের জোধপুর হাইকোর্টের বিচারপতি বলেন ঐ মহিলার নৈতিক দায়িত্ব পালন ও অধিকার আছে তার স্বামীর কাছে সন্তান চাওয়ার তাই তিনি তাঁর স্বামী নন্দলাল (৩৫) কে মোট ১৫,দিনের, জন্য প্যারোলে মুক্তি দিচ্ছে। যদিও এর আগে খুনের ঘটনায় জড়িত নন্দলাল কে প্যারোলে মুক্তি পায় এবং আদালতের নির্দেশে তিনি ফের মেয়াদ শেষ হওয়ার পর ফিরে আসেন। সেই বিস্বাস রেখে নন্দলাল কে তার স্ত্রী সন্তান ধারনের জন্য ১৫,দিনের, মুক্তি দিচ্ছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.