Header Ads

Study abroad in Spain

কলকাতার স্বপ্ন নিয়ে কলকাতায় যাচ্ছে আবাহনী

 কলকাতার স্বপ্ন নিয়ে কলকাতায় যাচ্ছে আবাহনী


এএফসি কাপের প্লে অফ ম্যাচ খেলতে আগামীকাল (শনিবার) সকালে কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়বে ঢাকা আবাহনী। বিগত সময়ে ভারতে আবাহনীর বিদেশি ফুটবলারের ভিসা নিয়ে জটিলতা হলেও এবার কোনো সমস্যা হয়নি। খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে ৩০ জনের বেশি কলকাতার উদ্দেশ্যে রওনা হবে। 

মোহনবাগান আগের ম্যাচে শ্রীলঙ্কার ব্লু স্টারকে ৫-০ গোলে হারিয়েছে। ১৯ এপ্রিল ঢাকা আবাহনী ও মোহনবাগানের মধ্যকার ম্যাচের জয়ী দল মূল পর্বে খেলবে। ১৮-২৪ মে এএফসি কাপের ডি গ্রুপের মূল পর্ব হবে কলকাতাতেই। সেখানে সরাসরি জায়গা নিশ্চিত করা তিন দল বসুন্ধরা কিংস, গোকুলাম কেরালা ও মাজিয়া স্পোর্টস। 

২০১৭ সালে এএফসি কাপের অ্যাওয়ে ম্যাচে কলকাতায় মোহনবাগানের বিপক্ষে খেলেছিল আবাহনী। সেই ম্যাচে ৩-১ গোলে হেরেছিল বাংলাদেশের ক্লাবটি৷ এবার প্লে অফ ম্যাচটি এক লেগ হওয়ায় এই ম্যাচে বিজিত দল ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র থাকলে অতিরিক্ত সময়ে গড়াবে খেলা। সেখানেও অমীমাংসিত থাকলে টাইব্রেকারে ম্যাচের ফলাফল নিষ্পত্তি হবে। 

মোহনবাগান আগের প্লে অফ খেললেও আবাহনীকে খেলতে হয়নি ভ্যালেন্সিয়া না আসায়। আবাহনী এএফসি কাপের জন্য স্বাধীনতা সংঘ থেকে বিদেশি ফুটবলার নিয়েছে। ভ্যালেন্সিয়ার ম্যাচটি না হওয়ায় সেই ফুটবলারকে ম্যাচে পরখ করার সুযোগ পাননি আবাহনীর পর্তুগিজ কোচ ম্যারিও ল্যামোস। 


No comments

Theme images by konradlew. Powered by Blogger.