Header Ads

Study abroad in Spain

মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি

 মুজিবনগর দিবসে আওয়ামী লীগের কর্মসূচি


ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে দিনভর বিভিন্ন কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। শনিবার (১৬ এপ্রিল) দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

দিবসটি উপলক্ষে রোববার (১৭ এপ্রিল) ভোর ৬টায় বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৮টায় বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হবে। সকাল ১০টায় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবে আওয়ামী লীগ। সকাল সোয়া ১০টায় গার্ড অব অনার দেওয়া হবে। 

সকাল সাড়ে ১০টায় মেহেরপুরের মুজিবনগর শেখ হাসিনা মঞ্চে জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংগঠনের সব স্তরের নেতা-কর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনসহ সর্বস্তরের জনগণ ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 


No comments

Theme images by konradlew. Powered by Blogger.