Header Ads

Study abroad in Spain

সালথায় দফায় দফায় সংঘর্ষে আহত ১৭

 সালথায় দফায় দফায় সংঘর্ষে আহত ১৭


ফরিদপুরের সালথা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার গট্টি ইউনিয়নের মোড়হাট-আগুলদিয়া-জয়ঝাপ এলাকায় এ সংঘর্ষ শুরু হয়ে চলে শুক্রবার (৮ এপ্রিল) সাহরির সময় ও সকাল পর্যন্ত।

এ ঘটনায় গুরতর আহত জায়ঝাপ গ্রামের সলিম মুন্সিকে (৭০) ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দলীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গট্টি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইয়ূব ঠাকুর ও আওয়ামী লীগ সমর্থক এবং গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচন করে পরাজিত হওয়া খোরশেদ খাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় চার-পাঁচটি বাড়িতে হামলা ভাঙচুর ও লুটপাট করা হয়।

এ সময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শর্টগানের গুলি ছুড়ে ও কাঁদানে গ্যাস ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান বলেন, গতকাল রাত ২টার দিকে প্রথম সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এরপর শুক্রবার আবার দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ শর্টগানের গুলি ও কাদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.