যুদ্ধাহত ৫০ বীর মুক্তিযোদ্ধাকে লায়ন্স ক্লাবের সংর্বধনা
যুদ্ধাহত ৫০ বীর মুক্তিযোদ্ধাকে লায়ন্স ক্লাবের সংর্বধনা
যুদ্ধাহত ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে লায়ন্স ক্লাব অব ঢাকা ওয়েসিস। শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে লায়ন্স টাওয়ারে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ৫০ জন যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট, সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেন লায়ন্স ক্লাবের জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুন নাহার, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর ডেপুটি অ্যাটর্নি জেনারেল লায়ন ড. মো. বশির উল্লাহ ও লায়ন অ্যাডভোকেট মো. হুমায়ন কবির বাদশা।
এদিকে ঢাকা লইয়ার্স লায়ন্স ক্লাবের পক্ষ থেকে দুই হাজার সুবিধাবঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
No comments