Header Ads

Study abroad in Spain

‘মন্ত্রীরা বলেন মানুষ খেয়ে-পরে আছে, খাওয়ার সংজ্ঞা কী’

 ‘মন্ত্রীরা বলেন মানুষ খেয়ে-পরে আছে, খাওয়ার সংজ্ঞা কী’


রেশনিং ও ন্যায্যমূল্যের দোকান চালু দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১৬ এপ্রিল) পল্টন মোড়ে সিপিবি কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সমাবেশে নেতারা বলেন, দেশে আধপেটা খাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। আয় কমে যাওয়ায় আর নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষ সংকটে। তাদের বাঁচাতে দেশে পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান ও রেশনিং ব্যবস্থা চালু করতে হবে।

সঙ্কটে অতি দরিদ্রদের নগদ সহায়তা দিতে হবে। শ্রমিকদের পুরো মাসের বেতন দিতে হবে বলেও দাবি জানান সিপিবি নেতারা। 
 
ভাত ও ভোটের অধিকার আদায়ে গণসংগ্রাম গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, মানবমুক্তির জন্য চলমান দুঃশাসনের অবসান ঘটিয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে হবে।

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, মানুষের জীবনের দুরবস্থা দূর করতে হলে পুরো ব্যবস্থা বদল করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মধ্যস্বত্বভোগী চক্র ভাঙতে হলে উৎপাদক সমবায় ও ক্রেতা সমবায় ব্যবস্থা গড়ে তুলতে হবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য অবিলম্বে রেশনিং ব্যবস্থা এবং ন্যায্যমূল্যের দোকান চালু করতে হবে। টিসিবির গাড়ির সংখ্যা বাড়াতে হবে। আমরা দীর্ঘ দিন ধরে এ দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের কাছে জানতে চাই, আপনার মন্ত্রীরা বলেন, মানুষ খেয়ে-পরে আছে, এ ‘খাওয়ার’ সংজ্ঞা কী?

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক এ এন রাশেদা। এছাড়া আরও বক্তব্য রাখেন পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষক নেতা কাজী সাজ্জাদ জহির চন্দন প্রমুখ।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.