Header Ads

Study abroad in Spain

পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ৬

 পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, অস্ত্রসহ গ্রেপ্তার ৬


মাদারীপুরের কালকিনিতে ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায় আসামি ও তার লোকজন। এ ঘটনায় মামলা হলে এজাহারভুক্ত ৬ আসামিকে রিভলবার, পাইপগান, পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে মাদারীপুর র‍্যাব-৮ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. জামিল হাসান।

গ্রেপ্তাররা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর গ্রামের মৃত আব্দুর রশীদ বেপারীর ছেলে মো. মহিউদ্দিন ওরফে লাট্টু বেপারী (৫২) ও তার ৫ ছেলে মো. রাসেল বেপারী (২৮), মো. শাকিল বেপারী (১৮), মো. ওসমান বেপারী (২২), মো. সবুজ বেপারী (৩০) ও মো. নয়ন বেপারী (২২)।


র‍্যাব অধিনায়ক মো. জামিল হাসান জানান, গত ১০ এপ্রিল কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের মধ্যেরচর এলাকায় আল আমিন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি লাট্টু বেপারীকে ধরতে মধ্যচর এলাকায় অভিযানে যায় খাসেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার দাস। 

এ সময় আসামিপক্ষের লোকজন পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পুলিশ সদস্য পলাশকে। পরে ওই ঘটনাকে কেন্দ্র করে কালকিনি থানায় একটি মামলা করা হয়।

এরপরেই আসামিদের ধরতে ছায়া তদন্ত শুরু করে মাদারীপুর র‍্যাব-৮। পরে গতকাল (বুধবার) র‌্যাব-৮ এর একটি বিশেষ দল উক্ত ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে প্রথমে দুইজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ভোরে কালকিনির ভুরঘাটা এলাকা থেকে আরও ৪ জনকে গেপ্তার করা হয়। 

এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় রিভলবার, ১টি দেশীয় তৈরী পাইপ গান, ১টি দেশীয় পিস্তল, ১টি মাগ্যাজিন, ২ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড পাইপ গানের কার্তুজ, ৪টি মোবাইল, ৫টি সীমকার্ড এবং নগদ ৮ হাজার ১শ ৪৪ টাকা উদ্ধার করা হয়। 

র‌্যাব অধিনায়ক আরও জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক, বিস্ফোরক, ফোজদারী ও সরকারি কাজে বাধা প্রদান সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.