Header Ads

Study abroad in Spain

রোহিতের সঙ্গে কী হচ্ছে বুঝতে পারছেন না তিনি

 রোহিতের সঙ্গে কী হচ্ছে বুঝতে পারছেন না তিনি

এবারের আইপিএলে ভালো করতে পারছে না মুম্বাই ইন্ডিয়ান্স। টানা ৬ ম্যাচে হেরে টেবিলের তলানিতে আছে দলটি। তার সঙ্গে ভালো হচ্ছে না অধিনায়ক রোহিত শর্মার পারফরম্যান্সও। ব্যাট হাতে যেন নিজেকে কিছুতেই খুঁজে পাচ্ছেন না তিন ফরম্যাটেই ভারতের নেতৃত্ব পাওয়া রোহিত।

শনিবার সন্ধ্যায় লখনউ সুপার জায়ান্টস দলের বিপক্ষে ১৮ রানে হেরেছে মুম্বাই। ম্যাচে মাত্র ৬ রান করে আউট হয়েছেন রোহিত শর্মা। আবেশ খানের বলে ৩৪ বছর বয়সি ভারত অধিনায়কের ব্যাটের কোনায় লেগে ক্যাচ আউট হয়েছেন তিনি। রোহিতের ফর্ম কেন এত খারাপ হলো বুঝতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার সঞ্জয় মঞ্জারকরও।

ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘সত্যিই আমি বুঝতে পারছি না রোহিতের সঙ্গে হচ্ছেটা কী! সে যদি মাত্র ২০ রানও করে তবে বোঝা যায় যে 'মেশিন' ঠিক রয়েছে। তবে হঠাৎ করেই যেন তা কাজ বন্ধ করে দিয়েছে। রোহিত তাড়াতাড়ি আউট হয়ে যাচ্ছে। তাকে দেখে বেশ ভাল ফর্মেই আছে বলে মনে হচ্ছে।’

‘তবে কেন জানি না ও পারফরম্যান্স করতে পারছে না। এটা শুধু এই মৌসুমের ব্যাপার নয়। আইপিএলে লোকেশ রাহুল, ডেভিড ওয়ার্নাররা যে প্রভাবটা ফেলেছে সেটা রোহিত ফেলতে পারেনি। আমি সত্যিই কারণটা জানি না। মনে হয় ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে খুব ভাবনা চিন্তা করছে।’

যদিও রোহিতের টেকনিকে কোনো সমস্যা দেখছেন না সঞ্জয়, ‘ওর টেকনিক নিয়ে আমি তো কোনও সমস্যা দেখছি না। আপনি যখন বিরাট কোহলি বা ইশান কিষানের দিকে তাকাবেন আপনি বুঝতে পারবেন যে ওরা কিছুটা ফর্মহীনতায় ভুগছেন। তবে রোহিত ব্যাটটা ভালো করছে। কোন কারণে রানটা আসছে না।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.