Header Ads

Study abroad in Spain

জুভেন্তাসকে চ্যালেঞ্জ জানানো উচিত দিবালার

 জুভেন্তাসকে চ্যালেঞ্জ জানানো উচিত দিবালার


ক্যারিয়ারের লম্বা একটা সময় পাড় করেছেন জুভেন্তাসে। দলটির ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবেও ভাবা হতো আর্জেন্টাইন পাওলো দিবালাকে। নিজের সামর্থ্যের জানানও দিয়েছেন বহুবার। তবে সবসময়ই ইনজুরি একটা চিন্তার কারণ হয়েছে তার। যদিও ক্লাবে ভবিষ্যতে দিবালার থাকা অনিশ্চিত।

চলতি মৌসুমেই জুভেন্তাসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে। এরপর আর নতুন করে বাড়ছে না এর মেয়াদ। যদিও ক্লাবটির সাবেক তারকা ফ্যাবিও ক্যাপেলো মনে করেন, বড় সুযোগ হাতছাড়া করেছেন দিবালা। ক্লাবের সঙ্গে এক বছর চুক্তির মেয়াদ বাড়িয়ে নিজের সামর্থ্যের জানান দেওয়া দরকার ছিল আর্জেন্টাইন তারকার।

এখন অবধি সব প্রতিযোগিতা মিলিয়ে জুভেন্তাসের হয়ে ১১৩ গোল করেছেন দিবালা। ইতালিয়ান নন এমন ফুটবলারদের মধ্যে যা তৃতীয় সর্বোচ্চ। তার উপরে আছেন কেবল ডেভিড ট্রেজেগুয়েট (১৭১) ও জন হ্যানসেন (১২৪)। 

দিবালাকে নিয়ে ক্যাপোলা বলেছেন, ‘আপনি টেকনিক্যালি দিবালাকে নিয়ে প্রশ্ন তুলতে পারবেন না। কিন্তু তার ফিটনেসে সমস্যা আছে। যদি সে তুরিনে খুশি থাকে, তার জুভেন্তাসকে চ্যালেঞ্জ জানানো উচিত ছিল। এক বছরের চুক্তি করে নিজের সামর্থ্য দেখিয়ে দিতে পারতো।’

চলতি মৌসুমেই ফিওরেন্তিনা থেকে ভ্লাজোভিচকে দলে নেয় জুভেন্তাস। দিবালার দল ছাড়ার পরিস্থিতির জন্য এই দলবদলকেও কারণ হিসেবে দেখা হয়। ক্যাপেলো বলছেন, অনেকদিক থেকেই তাকে পছন্দ করেন তিনি। তবে এখনও বড় ক্লাবে খেলার সঙ্গে মানিয়ে নিতে পারেননি ভ্লাজোভিচ, মানছেন ক্যাপেলোও।

তিনি বলেছেন, ‘আমি ভ্লাজোভিচকে পছন্দ করি। তার গতি আছে, শারিরীকভাবে শক্তিশালী আর উন্নতির চেষ্টা আছে। সে জানে কীভাবে দলের জন্য কাজ করতে হয় ও বক্সের ভেতর থাকতে হয়। কিন্তু অ্যালেগ্রি যখন বলেছে তাকে জানতে হবে কীভাবে বড় দলের বিপক্ষে খেলতে হয়, চাপ সামলাতে হয়; এটাও ঠিক।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.