Header Ads

Study abroad in Spain

এখানে রাজনৈতিক বক্তব্য নয়, বললেন ওবায়দুল কাদের

 এখানে রাজনৈতিক বক্তব্য নয়, বললেন ওবায়দুল কাদের


আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির ইফতারে যোগ দিয়ে কোনো রাজনৈতিক বক্তব্য দেননি দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানের একটি হোটেলে ওই ইফতারের আয়োজন করা হয়। 

বক্তব্য দেওয়ার সময়ই তিনি জানিয়ে দেন যে, আজকের ইফতারে তিনি কোনো রাজনৈতিক বক্তব্য দেবেন না। তিনি বলেন, আজ আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে চাই না।

বন্ধুপ্রতিম দেশগুলোর সঙ্গে ভবিষ্যতে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে এক মিনিটেরও কম সময়ে নিজের বক্তব্য শেষ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ইফতারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম এবং  উপকমিটির চেয়ারম্যান ডক্টর  জমির ও সদস্য সচিব ডক্টর শাম্মি আহমেদ, মন্ত্রিপরিষদের সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ইফতার আয়োজনে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত প্রায় ৩০টি দেশের কূটনীতিক।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.