বিশ্বকাপের জন্য জীবন দিয়ে দেবে আর্জেন্টিনার খেলোয়াড়রা
বিশ্বকাপের জন্য জীবন দিয়ে দেবে আর্জেন্টিনার খেলোয়াড়রা
পেশাদার জীবনের সেরা সময়টাই বোধ হয় কাটাচ্ছেন গেরোনিমো রুল্লি। আর্জেন্টাইন এই গোলরক্ষকের ক্লাব ভিয়ারিয়াল চলে গেছে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। সেটাও কি না বায়ার্ন মিউনিখকে শেষ আটে হারিয়ে। ওই পর্বের দুই ম্যাচে মাত্র একটি গোল হজম করেছেন রুল্লি, দারুণভাবে সামলেছেন গোলবার।
জাতীয় দলের হয়েও সর্বশেষ ম্যাচে এমিলিয়ানো মার্টিনেজের অনুপুস্থিতিতে সামলেছেন গোলরক্ষকের দায়িত্ব। বিশ্বকাপ দলে থাকাটা যদিও এখনও নিশ্চিত নয় রুল্লির। তবে এই আর্জেন্টাইন গোলরক্ষক জানিয়েছেন, বিশ্বকাপে যেতে চান দলের সব সদস্যই। রুল্লি তো বলছেন, বিশ্বকাপ জেতার জন্য নাকি জীবনও দিতে পারেন আর্জেন্টিনার ফুটবলাররা।
আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওআইসি স্পোর্টসকে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন রুল্লি। সেখানেই তিনি বলেছেন, ‘যে খেলোয়াড়ের সামনে সুযোগ আসবে, সেই জীবন দিয়ে দেবে দেশকে বিশ্বকাপ জেতাতে। দলটা দারুণ, এটাও নিশ্চিত কেউই বিশ্বকাপটা মিস করতে চায় না।’
কেন এমন মনে করছেন তার ব্যাখ্যাও দিয়েছেন রুল্লি, ‘আমাদের অসাধারণ অনেক খেলোয়াড় আছে। আপনি কোন ধরনের খেলোয়াড় চান, সে অনুযায়ী অনেক মানসম্পন্ন খেলোয়াড়ই বেছে নিতে পারবেন। আমরা আশা দেখছি কারণ প্রতিটি পজিশনেই বৈচিত্র্য এনে দেওয়ার মতো অনেক খেলোয়াড় আছে।’
কয়েকদিন আগে দেশের হয়ে অভিষেক হয়েছে রুল্লির। ইকুয়েডরের বিপক্ষে তাকে মাঠে নামান আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। নিজের এই অভিষেককে দারুণ অভিজ্ঞতা মনে করছেন রুল্লি। বিশ্বকাপে জায়গা করে নিতে প্রতিটা ম্যাচই যে গুরুত্বপূর্ণ, রুল্লির কথায় স্পষ্ট ছিল সেটিও।
তিনি বলেছেন, ‘জাতীয় দলের হয়ে শেষ ম্যাচগুলো ছিল আমার জন্য দারুণ সুযোগ। আমি শুধু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যারা সেখানে ছিল। এটা আমার প্রথম অফিশিয়াল ম্যাচ ছিল। আমার কাছে আসা সুযোগ ছিল এটা, আমি চেষ্টা করেছি এটার সদ্ব্যবহার করতে। এটা বিশ্বকাপের বছর আর সবাই সেখানে থাকতে চায়।
No comments