পাইকগাছার গড়ইখালীর হোগলার চকে অনুষ্ঠিত হচ্ছে বজরংবলী পূজা
পাইকগাছার গড়ইখালীর হোগলার চকে অনুষ্ঠিত হচ্ছে বজরংবলী পূজা
এই প্রথম পাইকগাছার গড়ইখালীর হোগলার চকে অনুষ্ঠিত হচ্ছে বজরংবলী পূজা। মহাবলী হনুমানের জন্মজয়ন্তী উপলক্ষে গড়ইখালী ইউনিয়নের সনাতন ধর্মীয়দের উদ্যোগে স্থানীয় উৎসায়ী যুবকদের প্রেরণায় এ পূজা উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা ২ রা বৈশাখ ১৪২৯ সন,১৬ এপ্রিল শনিবার সন্ধ্যা ৬ টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে ঘোষখালী নদী ঘেষা হোগলারচকে বজরংবলী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে । পূজা উপলক্ষে পূজা অর্চনা, প্রসাদ বিতরন, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ ১৭-১৮ এপ্রিল ধর্মীয় যাত্রাপালার আয়োজন করা হয়েছে।
সার্বিক সহযোগিতায রয়েছেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি,এম আব্দুস ছালাম কেরু ও প্যানেল চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা শরৎ চন্দ্র মন্ডল, সিঙ্গাপুর প্রবাসী ক'জন যুবক সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। গত ১ সপ্তাহে স্থানীয় প্রতিমা শিল্পী পুলিন কয়াল ও তার দু'ছেলে দীপঙ্কর ও দেবাশীষ কয়াল দিনরাত পরিশ্রম করে ২১ হাত উচ্চঁতা বিশিষ্ট মহাবলী হনুমানের মুর্তি তৈরী করেন।
আয়োজকরা জানান, ইতোপূর্বে দেশে প্রথম মাদারীপুরে বজরংবলী পূজা হয়েছিল। আর দ্বিতীয় বারের মতো খুলনার পাইকগাছার হোগলারচকে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে ইন্টারনেট থেকে অভিজ্ঞতা নিয়ে স্থানীয় যুবক অরিষ্টান,নীলয়,মনোজ,প্রদীপ,প্রসেনজিৎ,তুষার,আকাশ,কংকন,রতন, সৌরভ, বরুন,সুজয়,সবুজ, সুজন ,উজ্জল,চিন্ময়,দেবপ্রসাদ সহ একাধিক যুবক বজরংবলী পূজার উদ্যোগ গ্রহন করে।
কমিটির সভাপতি দুলাল মন্ডল, সম্পাদক লক্মীকান্ত মন্ডল ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মানবেন্দ্র নাথ মন্ডল জানান,৩ দিনের এ উৎসবে অতিথি হিসেবে যোগদান করবেন খুলনা-৬(পাইকগাছা -কয়রার)সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু,উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম,ওসি জিয়াউর রহমান,পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু ও সম্পাদক বাবু আনন্দ মেহন বিশ্বাস,ভাইস চেয়ারম্যান শিয়াবুউদ্দীন ফিরোজ বুলু,ইউপি চেয়ারম্যান জিএম আঃ ছালাম কেরু,ক্যাম্প ইনচার্জ মনিরুজ্জামান মনি,গনপূর্ত বিভাগের প্রকৌশলী রাজিব মন্ডল সহ সুধীজনরা উপস্থিত থাকবেন।
No comments