Header Ads

Study abroad in Spain

শাকিবের সিনেমা দিয়ে ঢাকায় নতুন মাল্টিপ্লেক্স চালু হচ্ছে

 শাকিবের সিনেমা দিয়ে ঢাকায় নতুন মাল্টিপ্লেক্স চালু হচ্ছে


ঢাকায় চালু হচ্ছে নতুন একটি মাল্টিপ্লেক্স। এর নাম ‘জয়-লায়ন সিনেমাস’। পুরান ঢাকার বুড়িগঙ্গার তীরে নির্মিত হয়েছে ৪টি স্ক্রিনের ৮০০ আসনবিশিষ্ট আধুনিক এই সিনে থিয়েটার। আসন্ন রোজার ঈদে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে এটি। আর প্রথম সিনেমা হিসেবে প্রদর্শিত হবে সুপারস্টার শাকিব খান অভিনীত ‘গলুই’।

জানা গেছে, অনেক আগেই মাল্টিপ্লেক্সটির কাজ শেষ হয়ে গেছে। তবে করোনার কারণে চালু করা সম্ভব হয়নি। করোনার প্রকোপ কমলেও সেরকম আলোচিত সিনেমা আসেনি। যার ফলে সিনেমা হলটি চালু করেননি মালিক পক্ষ। অবশেষে শাকিবের সিনেমা দিয়ে পর্দা উঠছে হলটির।

এ প্রসঙ্গে জয়-লায়ন সিনেমাস-এর জেনারেল ম্যানেজার (জিএম) বায়েজিদ হাসান শাওন গণমাধ্যমকে বলেন, ‘‘ঈদে আমাদের একটি স্ক্রিনে ‘গলুই’ চলবে। দর্শকদের চাহিদা বাড়লে স্ক্রিন সংখ্যা বাড়াবো। অন্যান্য স্ক্রিনে হলিউডের ছবি চলবে। বাংলা ছবিও যুক্ত হতে পারে।”

‘গলুই’ প্রদর্শনের জন্য শনিবার (১৬ এপ্রিল) নির্মাতা এস এ হক অলিকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে সিনেমা হলটির কর্তৃপক্ষ।

এদিকে নির্মাতা অলিক বলেন, “ঘুরে দেখলাম দেশে বোধহয় এতো বড় স্ক্রিন আর কোথাও নেই। আশা করি দর্শক আনন্দের সঙ্গে এখানে ‘গলুই’ উপভোগ করবেন।”

আবহমান গ্রাম বাংলার কৃষ্টি-কালচার, বিলীন হতে যাওয়া নৌকা বাইচ ও সত্তর-আশির দর্শকের রোমান্টিক প্রেমের গল্পে নির্মিত হয়েছে ‘গলুই’। এতে প্রথমবারের মতো শাকিবের নায়িকা হয়েছেন এ প্রজন্মের পূজা চেরি। আরও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

২০২০-২১ অর্থবছরে অনুদান পায় ‘গলুই’। এর সহ-প্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.