Header Ads

Study abroad in Spain

অভয়নগরের হিদিয়া অঞ্চল এখন মাদকের জমজমাট ব্যবসা , প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

 অভয়নগরের হিদিয়া অঞ্চল এখন মাদকের জমজমাট ব্যবসা , প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ


যশোরের অভয়নগর উপজেলার ৭নং শুভরাড়া ইউনিয়নের হিদিয়া গ্রাম অঞ্চল এখন মাদকের হাট। ওই এলাকায় বড় বড় মদক ব্যবসায়ীরা নিরাপদ স্থান হিসেবে জমজমাট মাদক ব্যবসা করে চলেছে। পুলিশ প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সরেজমিনে দেখা যায়, লেবুগাতী ব্রিজ থেকে হিদিয়া বাজারসহ দক্ষিনে মাদ্রাসা এলাকায় সন্ধ্যা হলেয় বখাটে ছেলেদের আড্ডা ও প্রকাশ্য মাদকদ্রব্য বিক্রি ও সেবন চলছে। সাংবাদিকদের দেখলে বিভিন্ন হুমকি দিয়ে বলে পত্রিকায় প্রকাশ পেলে জানে মেরে ফেলা হবে। এলাকার বহুব্যক্তি অভিযোগ করে বলেন, এসব মাদক ব্যবসায়ী সেবনকারীরা পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে ম্যানেজ করে ব্যবসা করে। যে কারনে স্থানীয় পুলিশ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করছেনা। এই সব মাদক ব্যবসায়ীদের কারনে এলাকার যুবসমাজ ধ্বংস হচ্ছে। অবৈধ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়ারও দাবি জানান তারা। খোঁজ নিয়ে জানা গেছে, এ সমস্ত মাদকের মধ্যে রয়েছে বাংলা মদ, গাঁজা, ইয়াবা, ফেনসিডিলসহ ইন্ডিয়ান নামী দামী ব্র্যান্ডের আরো অনেক নাম না জানা মাদক। আর এ সমস্ত মরণ নেশা মাদকের কবলে পড়ে ধ্বংস হতে চলেছে এলাকার যুব সমাজ । তাদের মাঝে নেমে এসেছে নৈতিক অবক্ষয়। অনেক মাদক সেবীরা মাদকের টাকা সংগ্রহ করতে না পেয়ে লিপ্ত হচ্ছে চুরি,ডাকাতির মত বিভিন্ন অপরাধ মুলক কাজে। এতে করে বাড়তে শুরু করেছে নানা অপরাধ প্রবনতা। মাদকের টাকার জন্য অনেকেই আবার মা বাবার সাথে করছে অমানবিক ব্যবহার। কেহ কেহ আবার মা বাবাকে করছে শারীরিক ও মানসিকভাবে লাঞ্জিত। লোক লজ্জার ভয়ে অনেক মা বাবাই নীরবে সহ্য করে যাচ্ছে মাদকসেবী সন্তানের এমন অমানবিক অত্যাচার ও নির্যাতন। এবিষয়ে বাসুয়াড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই রফিকুল ইসলাম,মুঠোফোনে জানান, আমরাও বিষয়টি অবগত হয়েছি এখন থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.