Header Ads

Study abroad in Spain

গার্দিওলার কাছে মেসি মানেই সবকিছু

 গার্দিওলার কাছে মেসি মানেই সবকিছু


কোপা আমেরিকা জয়ের পর নতুন করে প্রাণ এসেছে আর্জেন্টিনার ফুটবলে। দলটির সমর্থকদের আশাও বাড়ছে তাদের নিয়ে। চলতি বছরের শেষদিকে হতে যাওয়া বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছে আলবিসেলেস্তেরা। যদিও কোপা জয়ের পরও কোচিং প্যানেল নিয়ে সংশয় কাটেনি অনেকের। তবে এবার তারা খানিকটা হলেও নিশ্চিন্ত হতে পারেন। 

লিওনেল স্ক্যালোনিদের ওপর যে ভরসা রাখছেন বিশ্বের অন্যতম বিখ্যাত কোচ পেপ গার্দিওলা। আর্জেন্টিনার কোচিং প্যানেলের ‘অনভিজ্ঞতা’ নিয়ে প্রশ্নে তিনি বলছেন, অভিজ্ঞতা ব্যাপারটাই নাকি ফুটবল বিশ্বের সবচেয়ে বড় মিথ্যাগুলোর একটি। গার্দিওলা বলেছেন, সাবেক শিষ্য মেসি মানে তার কাছে সবকিছু। 

তিনি বলেছেন, ‘ফুটবলের বড় মিথ্যা হচ্ছে অভিজ্ঞতা কাজের। গতকাল আপনাকে যে সেবা দিয়েছে, আজ তার কাজ আপনার নাও লাগতে পারে। স্ক্যালোনি, আইমার ও তরুণ যারা আছে তারা মিলে যে বিভ্রমটা তৈরি করেছে, তাদের যা দরকার দিন। যথেষ্ট, এতে কাজ হয়েছে। কেন? এটা একটা রহস্য।’

‘আমি সবসময় একই উদাহরণ দেই। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মিলান ৩-০ গোলে এগিয়ে ছিল লিভারপুলের সঙ্গে। ওই মিলান দলটিতে অভিজ্ঞ কাফু, মালদিনি, ডিডা, নেস্তা, গুস্তো, পিরলো, ক্রেসপো ছিল...বিরতির সময় ৩-০ থেকে ২০ মিনিটের মধ্যে সেটা ৩-৩ হয়ে গেছে, আর ইন্টার হেরেছে।’

টানা জয়ের অভ্যাস আর্জেন্টিনাকে বাড়তি শক্তি দেবে বলেও মনে করেন গার্দিওলা, ‘কোপা আমেরিকা জয়টা যেকোনো দলকেই ‘আমরা করেছি’ ধরনের অনুভূতি দেবে। আমি নিশ্চিত এটা বিশ্বকাপেও সাহায্য করবে তাদের। আমি স্ক্যালোনির দলকে অল্প কিছুটা দেখেছি কিন্তু তারা অনেক লম্বা সময় ধরে হারেনি। টানা জয়ের এই অনুভূতি তাদের বাড়তি শক্তি দেবে।’

গার্দিওলার অধীনে বার্সেলোনায় তিন মৌসুম খেলেছেন লিওনেল মেসি। তার কোচিংয়েই সবচেয়ে সফল আর্জেন্টাইন তারকা। জিতেছেন সম্ভাব্য প্রায় সবাই। ফুটবল বিশ্লেষকরা মনে করেন মেসিকে সবচেয়ে ভালো ব্যবহার করতে পেরেছেন বার্সেলোনার সাবেক এই কোচ।

তবে মেসির বেলাতেই নয়, গার্দিওলার জন্যও আর্জেন্টাইন তারকা অনেক জরুরি। মেসি মানে তার কাছে কী জানতে চাইলে এর জবাবে গার্দিওলা বলেছেন, ‘মেসি মানে আমার কাছে সবকিছু। সে আমাকে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করেছে বিশ্ব ফুটবলে।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.