Header Ads

Study abroad in Spain

গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানায় ভাঙচুর

 গাজীপুরে বেতনের দাবিতে পোশাক কারখানায় ভাঙচুর


বেতনের দাবিতে গাজীপুরের একটি পোশাক কারখানায় ভাঙচুর চালিয়েছেন শ্রমিকরা। বুধবার (১৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল পোশাক কারখানায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারখানার শ্রমিকরা জানান, বৃহস্পতিবার পহেলা বৈশাখের ছুটি এবং পরদিন শুক্রবার ছুটি থাকায় তারা মার্চ মাসের বেতন বুধবার দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান। কর্তৃপক্ষ বেতন দেওয়ার বিষয়টি নিয়ে তাদের কোনো সিদ্ধান্ত দিচ্ছিল না। দুপুরের বিরতির পর শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষের কাছে বেতন চাইলে কর্তৃপক্ষ রোববার বেতন দেওয়ার কথা জানায়।

কারখানার মানবসম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান, বাংলা নববর্ষের আগের দিন বেতন না পেয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এ সময় কারখানার কর্মকর্তারা শ্রমিকদের বুঝানোর চেষ্টা করলে শ্রমিকরা উত্তেজিত হয়ে কারখানার মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক রবিউল ইসলাম আপেলকে মারধর করেন। একপর্যায়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে কারখানার বিভিন্ন কর্মকর্তাদের কার্যালয়ের আসবাবপত্র, দরজা-জানালার কাঁচ ভাঙচুর শুরু করেন। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক এনামুল হক জানান, ওই কারখানর বেতন সচরাচর পরবর্তী মাসের ১৫ তারিখের মধ্যেই দেওয়া হয়। শ্রমিকরা মার্চ মাসের বেতন ১৩ তারিখে দাবি করে আসছিলেন। এ নিয়ে শ্রমিকদের সঙ্গে কারখানা কর্তৃপক্ষের ভুল বোঝাবুঝি হওয়ায় কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার অভ্যন্তরে বিক্ষোভ ও অফিসের আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 


No comments

Theme images by konradlew. Powered by Blogger.