Header Ads

Study abroad in Spain

অসাম্প্রদায়িক চেতনাকে আরও শাণিত করতে হবে : কৃষিমন্ত্রী

 অসাম্প্রদায়িক চেতনাকে আরও শাণিত করতে হবে : কৃষিমন্ত্রী


কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলা নববর্ষ অসাম্প্রদায়িকতা ও বাঙালি জাতীয়তাবাদের পরিচায়ক। এ দিনটিতে চেতনাকে আরও শাণিত করতে হবে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে নেদারল্যান্ডসে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলা নববর্ষ উদযাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষিমন্ত্রী এসব কথা বলেন।  

তিনি বলেন, আমরা চাই বাংলাদেশ বিশ্বের বুকে আরও মাথা উঁচু করে চলুক। সেজন্য অসাম্প্রদায়িকতা ও ভ্রাতৃত্ববোধকে আরও শাণিত করে বাংলাদেশের সম্মান ও মর্যাদাকে আরও উন্নীত করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিসচিব সচিব মো. সায়েদুল ইসলাম। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন তালুকদার, হাসানুজ্জামান কল্লোল, ‌ওয়াহিদা আক্তার, বলাইকৃষ্ণ হাজরাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থাপ্রধান উপস্থিত ছিলেন।

নেদারল্যান্ডসের আলমেয়ারে আন্তর্জাতিক হর্টিকালচার এক্সিবিশনে (ফ্লোরিয়েড এক্সপো-২০২২) সরকারিভাবে প্রথমবারের মতো অংশগ্রহণ করে বাংলাদেশ। ৬ মাস ব্যাপী এ প্রদর্শনী শুরু হয় বৃহস্পতিবার, উদ্বোধন হয় গতকাল বুধবার। বাংলাদেশসহ প্রায় ৩৩টি দেশ প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। 

কৃষিমন্ত্রী বলেন, এ এক্সিবিশনে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা ও সম্মান আরও নতুন মাত্রায় উন্নীত হবে।

প্রদর্শনীর ১ম দিনে বাংলাদেশ প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড় দেখা গেছে। নববর্ষ উপলক্ষে আগত দর্শনার্থীদেরকে উষ্ণ অর্ভ্যর্থনা জানানো হয়।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.