Header Ads

Study abroad in Spain

জামালপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণ জয়ন্তী পালন

জামালপুরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণ জয়ন্তী পালন


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) জামালপুরের আয়োজনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সুবর্ণ জয়ন্তী পালন করা হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ৫০ বছরপূর্তি উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ (বিউবো) জামালপুরে এ সুবর্ণ জয়ন্তী পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ এবিএম ফারুক হোসেন। নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা।
আরো উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, জি এম মিনহাজ হাসান, উপ-সহকারী প্রকৌশলী অনুজ চন্দ্র, অমিত সাহা, মো: রুবেল হোসেন, মো: হৃদয় আহমেদ, মো:মাহাবুর রহমান।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলী, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ জামালপুর জেলা শাখার সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম সবুজসহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) জামালপুরের সকল কর্মচারীবৃন্দ।
এদিকে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্ত আকাশে বেলুন উড়িয়ে ও কবুতর উড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়েছে। এছাড়াও সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন নির্বাহী প্রকৌশলী উৎপল কুমার সাহা। তিনি তার বক্তব্যে, কোন গ্রাহক কোনভাবেই যেন হয়রানির শিকার না হয় সেই দিকে সকল প্রকৌশলী ও সকল কর্মচারীদেরকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান।
তিনি আরও বলেন, গ্রাহক সেবার মান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.