Header Ads

Study abroad in Spain

তাসকিনের স্বপ্নের কথা শুনলে হাসি পাবে অনেকের

 তাসকিনের স্বপ্নের কথা শুনলে হাসি পাবে অনেকের


নিজের ওপর থাকা আত্মবিশ্বাসের জোর তাসকিন আহমেদ খুব ভালোভাবে প্রয়োগ করেছেন। ইনজুরি আর অফ ফর্মে একসময় তো হারিয়ে গিয়েছিলেন এই ডানহাতি পেসার। কঠোর পরিশ্রম করেছেন, লড়েছেন নিজেকে ফিরে পাওয়ার জন্য। তার ফল হিসেবে বাংলাদেশ পেস বোলিং বিভাগের নেতৃত্ব তুলেছেন নিজের কাঁধে, সেটা আবার তিন ফরম্যাটেই। এবার আরো বড় স্বপ্ন তাসকিনের, যে স্বপ্নের কথা শুনলে হাসি পাবে অনেকের!

নিজের স্বপ্নের কথা জানাতে গিয়ে তাসকিন বলছিলেন, ‘এক সময় বাংলাদেশের ফাস্ট বোলাররাও ম্যাচ জিতাবে এগুলাই স্বপ্ন দেখি ঘরে বসে। চেষ্টা করছি এবং হার্ডওয়ার্ক করছি। শুনলে হয়ত অনেকের হাসিও লাগতে পারে কিন্তু একদিন এটা সত্যি হবে ইনশাল্লাহ।

তাসকিনের এমন স্বপ্ন অমূলক নয় একেবারে। স্পিন নির্ভর বাংলাদেশ দলে পেস বোলিং বিভাগকে শক্ত ভিত দিয়ে দাঁড় করাচ্ছেন। তার ফল মিলেছে সবশেষ নিউজিল্যান্ড সফরে। সেখানে পেসারদের হাত ধরে প্রথমবারের মতো টেস্ট জিতেছে টাইগাররা। এবার টেস্ট বহরে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান। কাটার স্পেশালিস্টের তকমা পাওয়া এই বাঁহাতি পেসারকে নিয়ে উচ্ছ্বসিত তাসকিন।

বুধবার মিরপুরে সংবাদমাধ্যমকে বলছিলেন, ‘মুস্তাফিজকে সবাই মিস করছিল। দেখেন ফিজ নরমালি টেস্ট তেমন একটা খেলে না। এর মধ্যেই সে যে দেশের জন্য খেলতে রাজি হয়েছে এটা অনেক সম্মানের বিষয়। সে মনের দিক থেকে অনেক হেল্পফুল ও অনেক ভালো ছেলে। আমরা সবসময় এক সাথে খেলি সে সবাইকে হেল্প করার চেষ্টা করি।’

দীর্ঘদিন দলের বাইরে থাকায় এক সময় হারিয়ে যেতে বসেছিলেন তাসকিন। ২০২০ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে ডাক পেয়েও বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে পায়ে চোট পান। এরপর তো ভাবা হচ্ছিল, তার ফেরার রাস্তা বুঝি বন্ধই হয়ে গেল। কিন্তু তাসকিন রীতিমত অসম্ভবকে সম্ভব করে আবার ফিরেছেন। জানালেন, যেদিন নিজেকে গোণায় ধরা ধন্ধ করবেন, সেদিনই থমকে যাবে তার ক্রিকেট ক্যারিয়ার।

তাসকিন বলেন, ‘টেস্ট ক্রিকেট অনেক স্পেশাল খেলা এটা সব থেকে কঠিন সংস্করণ। আর সবাই গুনাই না ধরলেও যে দিন নিজেই নিজেকে গোণায় ধরা ধন্ধ করব, সে দিন সব শেষ হয়ে যাবে। সব কিছু লজিক দিয়েই তো হয় না। নিজের আত্মবিশ্বাস থাকলে অনেক কিছুই সম্ভব হয়ে যায়। যদি আল্লাহর রহমত থাকে আর চেষ্টা থাকে।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.