Header Ads

Study abroad in Spain

জোড়া পেনাল্টিতে পেলের রেকর্ডের আরও কাছে নেইমার

 জোড়া পেনাল্টিতে পেলের রেকর্ডের আরও কাছে নেইমার


সিউলে গতকাল দক্ষিণ কোরিয়াকে নিয়ে যেন রীতিমতো ছেলেখেলাই করেছে নেইমারের ব্রাজিল। উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে। পিএসজি তারকা ঠাণ্ডা মাথায় নেওয়া পেনাল্টি থেকে করেছেন জোড়া গোল। তাতেই পেলের সর্বোচ্চ গোলের রেকর্ডের আরও কাছে চলে এসেছেন নেইমার। 

আগের দিন অনুশীলনে চোট পেয়েছিলেন পায়ে। যার ফলে কোরিয়ার বিপক্ষে ম্যাচে খেলা নিয়ে ছিল শঙ্কা। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে নেইমার গতকাল খেলেছেন শুরু থেকেই। চোট সামলে থাকতেই হয়তো, ম্যাচে অত সপ্রতিভ ছিলেন না নেইমার। তবে গোলের দেখা ঠিকই পেয়ে গেছেন তিনি। 

পেনাল্টি থেকে নেইমার করেছেন ক্যারিয়ারের ৭২ ও ৭৩তম গোল। যার ফলে ব্রাজিলের সর্বোচ্চ গোলের রেকর্ডধারী পেলের খুব কাছেই চলে এসেছেন তিনি। ৭৭ গোল নিয়ে ব্রাজিলিয়ানদের আন্তর্জাতিক গোলের খাতার শীর্ষে বসে আছেন পেলে।
 
নেইমারের বিপক্ষ দলে হিউং-মিন সনও ছিলেন, যিনি সদ্যসমাপ্ত প্রিমিয়ার লিগ মৌসুমে পেনাল্টি ছাড়াই জিতেছেন গোল্ডেন বুট। তবে নেইমারদের দাপটে তাকে অবশ্য খুঁজেই পাওয়া যায়নি সিউলের এই প্রীতি ম্যাচে। ওদিকে ব্রাজিল নেইমারের জোড়া গোল আর গ্যাব্রিয়েজ জেসুস, রিচার্লিসন আর ফেলিপে কৌতিনিওর গোলে দারুণ একটা ম্যাচই কাটিয়েছে।

ম্যাচের ৪২ মিনিটে অ্যালেক্স সান্দ্রো প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। সেই পেনাল্টি থেকে নেইমার গোলরক্ষককে ফাঁকি দিয়ে করেন গোল। এরপর ৫৭ মিনিটে আবারও পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নেইমার। তাতেই তিনি চলে আসেন পেলের খুব কাছে। আগানী সোমবার তিতের দল খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। টোকিওতে অনুষ্ঠেয় এই ম্যাচ দলটি খেলবে জাপানের বিপক্ষে।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.