Header Ads

Study abroad in Spain

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ : চ্যাম্পিয়ন ত্রিশাল ও নান্দাইল

 বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ : চ্যাম্পিয়ন ত্রিশাল ও নান্দাইল 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের ময়মনসিংহ জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে ত্রিশাল এবং নান্দাইল উপজেলা। শনিবার সন্ধ্যায় নগরীর রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়ামে চ্যাম্পিয়ন, রানার আপ ও সেরা খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

এসময় তিনি বলেন, এই টুর্নামেন্ট থেকেই ময়মনসিংহের অনেক খেলোয়াড় আজ জাতীয় দলের প্রতিনিধিত্ব করছে। বিদেশে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সুযোগটি করে দিয়েছেন বলেই অজপাড়াগাঁয়ের ছেলেমেয়েরাও খেলাধুলায় আগ্রহী হচ্ছে। ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে। আজ যারা আমাদের খুদে খেলোয়াড় তারাই আগামী দিনের ভবিষ্যত। 

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

বিকেলে ওই মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালক অনূর্ধ্ব-১৭) ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ত্রিশাল ও ভালুকা। নির্ধারিত সময়ে ১-০ গোলে ভালুকা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ত্রিশাল উপজেলা। টুর্নামেন্ট ৪ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেলেন ত্রিশালের ফাহাদ। এছাড়াও সেরা গোলকিপার একই উপজেলার আহাদ ও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাব্বির। 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্টের (বালকা অনূর্ধ্ব-১৭) ফাইনালে ২-১ গোলে তারাকান্দাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নান্দাইল উপজেলা। টুর্নামেন্টে ৭ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ঈশ্বরগঞ্জের আকলিমা। এছাড়াও নান্দাইলের স্বপ্না আক্তার সেরা গোলকিপার ও স্মৃতি আক্তার মদীনা সেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন। 


No comments

Theme images by konradlew. Powered by Blogger.