Header Ads

Study abroad in Spain

১৪ জুন ছিল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আবেদনের শেষ দিন।

 ১৪ জুন ছিল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আবেদনের শেষ দিন।


১৪ জুন ছিল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আবেদনের শেষ দিন। আবেদনের সময়সীমা কয়েক দিন বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করা হয়েছে। আগ্রহী ক্রীড়াবিদ, সংগঠকরা ২৩ জুনের মধ্যে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন। 

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ আবেদনের সময় বৃদ্ধি প্রসঙ্গে বলেন, ‘১৪ জুন ছিল আবেদনের শেষ দিন। বেশ কিছু সংখ্যক আবেদন জমা পড়েছে। ৫ আগস্ট এই পুরস্কার প্রদান করা হবে। হাতে কিছু সময় থাকায় আমরা আরো বেশি সংখ্যক ক্রীড়াবিদ, সংগঠক যেন আবেদন করতে পারেন সেই জন্য সময়বৃদ্ধি করেছি।

অনেক সময় ক্রীড়াবিদ, সংগঠকরা এ সব আবেদন সম্পর্কে জানতেই পারেন না। ফেডারেশনগুলো সেভাবে জানায় না অনেক সময়। জাতীয় ক্রীড়া পরিষদ এবার গুরুত্ব সহকারে দেখছে বিষয়টি, ‘আমরা সকল ফেডারেশন ও অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহে গুরুত্ব দিয়ে চিঠি দিচ্ছি পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বিষয়টি দেয়া হচ্ছে। আশা করি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা অবগত হবেন।’

ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ পদক জাতীয় ক্রীড়া পুরস্কার। জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার এর পরের স্তরের। ১৯৯১ সালের পর এই পুরস্কার আর দেয়া হয়নি। গত বছর থেকে আবার এই পুরস্কার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার হিসেবে চালু হয়েছে। 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.