Header Ads

Study abroad in Spain

ধুনটে ৭ যুবককে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ থানায় অভিযোগ

 ধুনটে ৭ যুবককে চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ থানায় অভিযোগ


বগুড়ার ধুনটে মেঘনা হোন্ডা কোম্পানির কনট্রাকশন চাকরি দেওয়ার নামে যুবককের কাছ থেকে ২লক্ষ ১০ হাজার হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রতারক টাকা আত্মসাৎ করারি হলেন- ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চুনিয়াপাড়া গ্রামের মৃত তাজু মাস্টার ছেলে মোঃ চাঁন মিয়া(৬০)। গত ২০ই মে রাতি ৭টার সময় ধুনট থানায় প্রতারক টাকা আত্মসাৎ কারি মোঃ চাঁন মিয়াকে আসামী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন একই ইউনিয়নের জোড়খালী গ্রামের মৃত ইসলাম শেখ এর ছেলে ভুক্তভোগী মোঃ গোলজার রহমান। ভুক্তভোগী গোলজার রহমান সংবাদকর্মীদের বলেন,আমি সহ আমার গ্রামের মোঃ সোহরাব এর ছেলে মোঃ শামীম, মৃত রহিমুদ্দিন এর ছেলে মোঃ রুস্তম, মোঃ নুরুল ইসলাম এর ছেলে মোঃ তারেক,মোঃ শাহেব আলী এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম, মৃত গেন্দা মন্ডল এর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ আব্দুর রশিদ এর ছেলে মোঃ শফি,আমাদের সবাইকে প্রতারক চাঁন মিয়া মেঘনা হোন্ডা কোম্পানীর কনট্রাকশন কাজে

যোগদান করাবে এবং আমাদের প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতনের ব্যবস্থা করে দেবে মর্মে আমাদের নিকট থেকে সবমোট ২ লক্ষ ১০হাজার টাকা গ্রহণ করেন। বর্তমানে চাঁন মিয়া আমাদেরকে মেঘনা হোন্ডা কোম্পানীর কনট্রাকশন চাকরি না দিয়ে প্রতারণা করে আমাদের টাকা আত্মসাৎ করা চেষ্টা করে আরছেন।
সে আমাদেরকে সহজ-সরল মানুষ পেয়ে আমাদেরকে চাকরির প্রলোভন দেখাইয়া আমাদের কাছ থেকে টাকা নিয়েছে।

বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক করিলে তিনি টাকা দয়ার কথা স্বীকার করে, বর্তমানে টাকা না দিয়ে তালবাহানা করে আসছেন।

ধুনট থানার উপ-পরিদর্শক এসআই অমিত বিশ্বাস জানান,মোঃ গোলজার রহমান ধুনট থানায় মোঃ চাঁন মিয়াকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেছেন, তাহার অভিযোগ টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে মেঘনা কোম্পানীর কনট্রাকশন চাকরি দোয়ার কথা বলে টাকা নয়ার প্রতারক মোঃ চাঁন মিয়া মন্তব্য নেওয়ার জন্য তাহার মোবাইল নম্বর ০১৭৮৮-৬৩১০২২ নম্বরে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার গন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.