গলাচিপা উপজেলার, ০২ নং গোলখালী ইউনিয়নের এটি ব্রিজ নয়,যেন মরণফাঁদ।
গলাচিপা উপজেলার, ০২ নং গোলখালী ইউনিয়নের এটি ব্রিজ নয়,যেন মরণফাঁদ।
মোঃ রাকিব হোসেন গলাচিপা প্রতিনিধি ব্রীজটি গোলখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গোলখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে খানিকটা পূর্ব দিকে অবস্থিত।ছাত্র শিক্ষক, ব্যবসায়ী এবং এলাকার খেটে খাওয়া মানুষসহ শত মানুষের চলাচল এই ব্রীজটির উপর নির্ভর করে।
কিন্তু বর্তমান পরিস্থিতিতে এর উপর দিয়ে চলাচল করা খুবই ঝুঁকিপূর্ণ।দীর্ঘ দিন যাবৎ এটি এভাবে থাকায় ভোগান্তির সম্মুখীন শিক্ষার্থী ও এলাকাবাসী। তাই এটিকে দ্রুত সংস্কারের প্রয়োজন।
প্রতিদিন অনেক মানুষের যাতায়াতের,অন্যতম মাধ্যম এটি। এই ব্রিজটি দিয়ে বর্তমানে,শিক্ষার্থীসহ,সাধারণ মানুষের যাতায়াত করা অনেক দুর্বিষহ হয়ে পড়ছে।
এবং অর্থনৈতিক ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এগিয়ে যাচ্ছে,প্রিয় স্বদেশ।
তাই কতৃপক্ষের নিকট,বিনীত অনুরোধ করছি,যে এই ব্রিজটির ব্যাপারে খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহন করবেন।
দেশরত্নের উন্নয়ন ছড়িয়ে পড়ুক,দেশ থেকে দেশান্তরে,গ্রাম থেকে গ্রামন্তরে।
No comments