Header Ads

Study abroad in Spain

গলাচিপায় ব্রিজ নয় যেন মরণ ফাঁদ

 গলাচিপায় ব্রিজ নয় যেন মরণ ফাঁদ


মোঃ নাসির উদ্দিন গলাচিপা, (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের চর সুহরী গ্রামের আয়রন ব্রিজটি পাটা ও ভিন ভেঙ্গে চুরনো বিচুনো হয়ে ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে। ব্রিজটির উপর দিয়ে প্রতি নিয়ত চার গ্রামের প্রায় 2 হাজার থেকে প্রায় আরাই হাজার মানুষ চলাচল করছেন।

সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী এই ব্রিজটি দিয়ে ঝুকি নিয়ে চলাচল করছে কমল মতি শিশু থেকে বৃদ্ধা মানুষ। জানা গেছে স্থানীয় সরকার অধিদপ্তর 1999 সালে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে 01 নং ওয়ার্ডে মধ্যেবর্তী চর সুহরী সঃ প্রাঃ বিদ্যালয় ও ব্রিজটির ওপারে মোল্লা বাড়ি সরকারী কমিউনিটি ক্লিনিক ঐ ব্রিজটি দিয়ে স্কুল ও হাসপাতাল এবং পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায় দূর্ঘটনার শিকার হচ্ছেন।



চর সুহরী সুহরী চর হরিদেবপুর কিসমত হরিদেবপুর সুহরী নিজ চর এই পাঁচ গ্রামের লোকের চলাচলের একমাত্র উপায় এ ব্রিজটি। চর সুহরী গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ তালেব প্যাদা বলেন ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারণে সড়কের মটর সাইকেল সহ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জরুরী কোথাও যাওয়া ও রোগী বহন করা এখন খুবই কষ্ট সাধ্য ব্যাপার হয়ে দাড়িয়েছে।

ব্রিজটির এখন এমন অবস্থা হেটে পার হওয়াটাও খুবই কষ্টকর। যে কোন মূহর্তে ঘটে যেতে পারে এক অনাকাঙ্কিত ঘটনা। পাঁচ গ্রামের মানুষের যাতায়াতের সুবিধার্থে ব্রিজটি সংস্কার বা নতুন করে নির্মান করা একান্ত প্রয়োজন।

02 নং গোলখালী ইউনিয়ন পরিষদের 01 নং ওয়ার্ডের ইউ পি, সদস্য মোঃ দুলাল প্যাদা বলেন আমার এলাকার রাস্তা ঘাটের মাটির কাজ করেছি এবং হাসপাতাল ও সঃ প্রাঃ বিদ্যালয়ে এর মাঝখানে ভাংঙ্গা ও জরজীর্ন একটি ব্রিজ এই ব্রিজটি যদি অতি তারাতারি নির্মান করা হত তাহলে এলাকাবাসীর চলাচল করতে সুবিধা হত, এ বিষয়ে গোলখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন হাওলাদার বলেন এ ব্রিজটি সংস্কার অথবা নতুন করে নির্মানের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সংঙ্গে যোগাযোগ করেছি।

ব্রিজটি ভেঙ্গে যাওয়ার কারনে এই এলাকার প্রায় পাঁচ গ্রামের মানুষের চরম ভোগান্তি পোয়াতে হচ্ছে। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম বলেন ইতোমধ্যে ব্রিজের কাজ হবে বলে তিনি বলেন। প্ররক

No comments

Theme images by konradlew. Powered by Blogger.