Header Ads

Study abroad in Spain

ডিএসইর সিআরও হিসেবে যোগ দিলেন খাইরুল বাশার

 ডিএসইর সিআরও হিসেবে যোগ দিলেন খাইরুল বাশার


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান রেগুলেটরি কর্মকর্তা (সিআরও) হিসেবে যোগদান করেছেন খাইরুল বাশার আবু তাহের মোহাম্মদ। রোববার (১২ জুন) এ পদে যোগ দেন তিনি। আগামী তিন বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। 

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের মাত্র চার মাস সিআরও হিসেবে দায়িত্ব পালন করেন শওকত জাহান খান। তিনি গত বছরের নভেম্বর মাসে সিআরও পদ থেকে পদত্যাগ করেন। তার পদত্যাগের পর ভারপ্রাপ্ত সিআরও হিসেবে আব্দুল লতিফ ও শফিকুর রহমান দায়িত্ব পালন করেন।  

ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসইতে যোগদানের আগে খাইরুল বাশার এমটিবি ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ২০১৮-২০১৯ মেয়াদের জন্য বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি অন্টারিও কলেজ থেকে ফাইন্যান্সিয়াল সার্ভিসেস কমপ্লায়েন্স অ্যাডমিনিস্ট্রেশনের (এফসিএ) পোস্ট গ্র্যাজুয়েট সার্টিফিকেট এবং ইউনাইটেড কিংডমে অবস্থিত ইউনিভার্সিটি অব হল থেকে বিজনেস ফাইন্যান্সে এমবিএ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাংকিং ও ফাইন্যান্সে প্রথম শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাশার ১৯৯১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকে কর্মজীবন শুরু করেন। পরে তিনি ঢাকা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এ উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া কানাডার টরন্টোতে টিডি ব্যাংক ফাইন্যান্সিয়াল গ্রুপের ওয়েলথ ম্যানেজমেন্ট অপারেশনের টিম লিডার, মিউচ্যুয়াল ফান্ড অপারেশন প্রাইভেট ট্রাস্টে অপারেশন অফিসারসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। পরে তিনি ইসি সিকিউরিটিজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বাশার সুদীর্ঘ পঁচিশ বছরেরও বেশি সময় ধরে আর্থিক পরিষেবা খাতে কাজ করেছেন। দেশে ও বিদেশে ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা ও পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি টিডি ওয়েলথ ম্যানেজমেন্ট, টিডি ব্যাংক ফাইন্যান্সিয়াল গ্রুপ, টরেন্টো কানাডা থেকে ২০০৭ অর্থবছরের জন্য পরিষেবা, টিমওয়ার্ক, অবদান এবং ফলাফলে ব্যতিক্রমী কৃতিত্বের জন্য সেরা কর্মকর্তার পুরস্কার (স্টার অ্যাওয়ার্ড) পান।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.