Header Ads

Study abroad in Spain

মান্দায় জমি দখল ও মারপিটে আহত ৩

 মান্দায় জমি দখল ও মারপিটে আহত ৩


নওগাঁর মান্দায় আদালতের আদেশ অমান্য করে ভাড়াটিয়া লোকজন দিয়ে এক অসহায় পরিবারের জমি দখল করে ইট দিয়ে বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ জুন) সকালে উপজেলার কসব ইউপির তুড়ুকবাড়িয়া গ্রামে। এ সময় জমির মালিক বাধা সৃষ্টি করলে প্রতিপক্ষের লোকজনের মারপিটের শিকার হন তিনি। মারপিটের ঘটনায় গুরুতর আহত তুড়ুকবাড়িয়া গ্রামের মৃত বাহার আলীর ছেলে জালাল উদ্দীন মণ্ডলকে (৬০) স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তার স্ত্রী রোজিনা বেগম (৪৫) ও রেজাউলের স্ত্রী নুরনাহার বেগম (৩২) আহত হন। এদের প্রতিপক্ষ একই এলাকার প্রতিবেশী রশিদা বেগম।

ভুক্তভোগী জালাল মণ্ডল জানান, অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছুদিন পূর্বে রশিদা নামে ওই মহিলা আমার সম্পত্তির এক পাশে থাকার জন্য ঘর তৈরি করে বসবাস শুরু করে। এরপর আস্তে আস্তে জমি দখল করে নিয়েছে। স্থানীয় কিছু নেতাকে টাকা দিয়ে ম্যানেজ করে ইট দিয়ে বাড়ি নির্মাণের চেষ্টা করছে।

তখন নিরুপায় হয়ে আমি আদালতের শরণাপন্ন হয়ে নিষেধাজ্ঞা মামলা করি। এখন নিষেধাজ্ঞা অমান্য করে ইট দিয়ে বাড়ি নির্মাণ শুরু করে। এতে বাধা প্রদান করলে জমি দখলকারী মহিলার ভাড়াটিয়া লোকজন আমাদের মারপিট করে আহত করে।

এর আগে জমি দখলের সময় থানা পুলিশকে বারবার অবহিত করলে তারা আদালতে মামলা করতে বলে। ওই সময় পুলিশের সহযোগিতা না পাওয়ার কারণে সাহস পেয়ে এখন আমাদের মারপিট করেছে তারা। তিনি আরো জানান, স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম, মাস্টার আব্দুল লতিফ, আক্তার মাঝি, আব্দুল খালেক এবং মালেক আকন্দসহ ১০-১৫ জন ভাড়াটিয়া লোকজন আমাদের মারপিট করে জমি দখল করে নির্মাণকাজ করে যাচ্ছে। এ ঘটনায় রোজিনা বেগম বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলিম মারপিটের বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, ঘটনাস্থলে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন, ওই মহিলা দীর্ঘদিন থেকে সেখানে বসবাস করছেন। জমিতে জবর দখলের বিষয়টি তারা পুলিশকে অবহিত করে নির্মাণ কাজ করছেন। এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, আদালতের নিষেধাজ্ঞার নোটিশ পাওয়ার পর পুলিশ পাঠিয়ে নিষেধ করা হয়েছে। জবর দখল ও মারপিটের ঘটনার অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.