Header Ads

Study abroad in Spain

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় নারী শ্রমিককে গণধর্ষণ

 নারায়ণগঞ্জে পোশাক কারখানায় নারী শ্রমিককে গণধর্ষণ


নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় নারী শ্রমিককে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২ জুন ফতুল্লার ভুইগড়ের রঘুনাথপুর এলাকায় নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের পেছনে আলিফ ফ্যাশন নামের পোশাক কারখানার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারী শনিবার (১১ জুন) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন। 

মামলা সূত্রে জানা যায়, ওই নারী শ্রমিক তার পূর্বপরিচিত লাকী নামে এক নারীর মাধ্যমে চলতি মাসের ২ জুন জনৈক হান্নানের মালিকানাধীন আলিফ ফ্যাশন গার্মেন্টসের পঞ্চম তলায় সুইং অপারেটর হিসেবে কাজে যোগদান করেন। 

কর্মে যোগদানের দুদিন পর ৪ জুন সকালে নিজ বাসা থেকে কর্মস্থল আলিফ গার্মেন্টসে যান। কারখানায় গিয়ে জানতে পারেন বিদ্যুৎ নেই। তাই সব কর্মীরা চলে গেছেন।

তখন তিনি কারখানা থেকে বাড়ি চলে যাওয়ার সময় তৃতীয় তলায় পৌঁছালে কারখানার অপর শ্রমিক মোল্লা তাকে যেতে বারণ করে বলেন, এখনই বিদ্যুৎ চলে আসবে। এই কথা বলে তার গতিরোধ করে প্রথমে মোল্লা তার মুখ চেপে ধরেন।

 পরে সেখানে থাকা অজ্ঞাত এক ব্যক্তির সহায়তায় তাকে তুলে নিয়ে যান কারখানার একটি কক্ষে। পরে পালাক্রমে তাকে ধর্ষণ করেন ওই দুইজন। এ ঘটনা কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয় ওই নারীকে।

এ ঘটনার একদিন পর ওই নারী তার পূর্বপরিচিত লাকীকে বিষয়টি খুলে বলেন ও সাহায্য চান। তবে লাকী তাকে এ নিয়ে বাড়াবাড়ি না করে গোপন করার পরামর্শ দেন। তবে ভুক্তভুগী নারী তার স্বামীর সঙ্গে আলোচনা করে কারখানা কর্তৃপক্ষকে ৭ জুন বিষয়টি জানালে তারা কোনো ব্যবস্থা না নিয়ে তাকে এ বিষয়ে নীরব থাকার পরামর্শ দেন। পরে ওই নারী কারখানা থেকে চাকরি ছেড়ে দিয়ে বাড়ি ফেরেন।

 এ ঘটনার পর ভুক্তভুগী নারীর স্বামীকে অভিযুক্ত মোল্লা মোবাইলে ফোন করে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেন। পরবর্তীতে ওই নারী মোল্লার নাম উল্লেখ করে ও আরেকজনকে অজ্ঞাত আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

ফতুল্লা মডেল থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ রিজাউল হক গণধর্ষণের শিকার ওই নারী বাদী হয়ে মামলা করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.