নওগাঁর আত্রাইয়ে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
নওগাঁর আত্রাইয়ে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে তিন দিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ১৩ জুন সকালে উপজেলা পরিষদ মাঠে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক।
এর আগে বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা হয়। বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম,
কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, উপ-সহকারী কৃষিকর্মকর্তা কেরামত আলী প্রমুখ।
মেলায় ২৮ টি স্টল বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শণ করছেন। এ মেলা প্রতিদিন সকাল ৯টা হতে বিকাল ৬ টা পর্যন্ত চলবে বলে কর্তৃপক্ষ জানান।
No comments