Header Ads

Study abroad in Spain

শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ।

 শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ।


শুরু হয়ে গেল কাতার বিশ্বকাপ ফুটবলের রোমাঞ্চ। গত ২ এপ্রিল কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয় ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। ৩টি দলকে সম্ভাব্য তালিকায় রেখে এই ড্র অনুষ্ঠান সাজান হয়। মঙ্গলবার রাতে শেষ দল হিসেবে কাতার বিশ্বকাপের টিকিট পেয়েছে কোস্টারিকা। এর মধ্যে দিয়েই চূড়ান্ত হয়ে গেছে ৩২টি দলের নাম। 

গ্রেটেস্ট শো অন আর্থে দলগুলো তাদের গ্রুপে প্রতিপক্ষ কে হবে, তা জেনে গেছে। এমনকি জানা হয়ে গেছে ফাইনাল পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষও। বিশ্বকাপের গ্রুপ ঠিক হয়ে গেছে। সেই হিসেবে গড়া হয়ে গেছে সূচিও।

বিশ্বকাপের প্রথা ভেঙে জুন-জুলাইয়ের পরিবর্তে এবার বিশ্বকাপ মাঠে গড়াবে চলতি বছরের ২১ নভেম্বর। চলবে ১৮ ডিসেম্বর অব্দি।

এক নজরে বিশ্বকাপের আট গ্রুপ
গ্রুপ এ: কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর
গ্রুপ বি: ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান ও ওয়েলস
গ্রুপ সি: আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব
গ্রুপ ডি: ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া ও অস্ট্রেলিয়া
গ্রুপ ই: স্পেন, জার্মানি, জাপান ও কোস্টারিকা
গ্রুপ এফ: বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা
গ্রুপ জি: ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন
গ্রুপ এইচ: পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া ও ঘানা

এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ সময় কোন দল কার বিপক্ষে কখন মাঠে নামবে-

তারিখ সময় ম্যাচ ভেন্যু
২১ নভেম্বর রাত ১০টা  কাতার বনাম ইকুয়েডর আল বাইত স্টেডিয়াম
২১ নভেম্বর বিকেল ৪টা সেনেগাল বনাম নেদারল্যান্ডস আল থুমামা স্টেডিয়াম
২১ নভেম্বর সন্ধ্যা ৭টা ইংল্যান্ড বনাম ইরান খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২১ নভেম্বর রাত ১টা যুক্তরাষ্ট্র বনাম ওয়েলসআহমেদ বিন আলি স্টেডিয়াম
২২ নভেম্বর 

২২ নভেম্বর সন্ধ্যা ৭টাডেনমার্ক বনাম তিউনিসিয়া এডুকেশন সিটি স্টেডিয়াম
২২ নভেম্বর রাত ১০টা মেক্সিকো বনাম পোল্যান্ড স্টেডিয়াম ৯৭৪
২২ নভেম্বর বিকেল ৪টা আর্জেন্টিনা বনাম সৌদি আরব লুসাইল স্টেডিয়াম
২৩ নভেম্বর

২৩ নভেম্বররাত ১০টাস্পেন বনাম কোস্টারিকাআল থুমামা স্টেডিয়াম
২৩ নভেম্বরসন্ধ্যা ৭টাজার্মানি বনাম জাপানখলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম
২৩ নভেম্বরবিকেল ৪টামরক্কো বনাম ক্রোয়েশিয়াআল বাইত স্টেডিয়াম
২৪ নভেম্বরবিকেল ৪টা সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন আল জানোব স্টেডিয়াম
২৪ নভেম্বরসন্ধ্যা ৭টাউরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়াএডুকেশন সিটি স্টেডিয়াম
রাত ১টা


 বেলজিয়াম বনাম কানাডা


 আহমাদ বিন আলী স্টেডিয়াম


রাত ১টা ফ্রান্স বনাম অস্ট্রেলিয়া

আল জানোব স্টেডিয়াম 

No comments

Theme images by konradlew. Powered by Blogger.