ময়মনসিংহে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
ময়মনসিংহে বজ্রপাতে এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পাটরা দামপাড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীতে পড়ুয়া মোঃ আরমান ওরফে আবুবকর (১৫)নামের এক শিক্ষার্থী প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হলে স্বাস্হ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ৬ সেপ্টেম্বর ২০২২ ইং মঙ্গলবার সকাল প্রায় ১০ ঘটিকার সময় গোয়াতলা ইউনিয়নের পূর্ব টাংগাটি গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
মৃত আবুবকর পূর্ব টাংগাটি গ্রামের শাহাব উদ্দীনের ছেলে।
স্হানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানাগেছে-প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকাল প্রায় ১০ টার দিকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে স্হানীয় কংস নদীর তীরে আসতেই হঠাৎ বজ্রপাতে আহত হয়।পরে স্হানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ধোবাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)মোঃ জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং এই বজ্রপাতের ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।
এমন মর্মান্তিক ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
No comments