Header Ads

Study abroad in Spain

আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে, ভারতীয় ৬৪ পিস বিয়ার ক্যান উদ্ধার

 আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে, ভারতীয় ৬৪ পিস বিয়ার ক্যান উদ্ধার


বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মো: আনিসুর রহমান মহোদয়ের নির্দেশে, সহকারী পুলিশ সুপার জনাব কামরুল ইসলাম, কসবা সার্কেল মহোদয়ের দিক-নির্দেশনায় এবং আখাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: আসাদুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) শ্রী সঞ্জয় কুমার সরকার এর সার্বিক সহযোগিতায় আখাউড়া থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানকালে এসআইএ.এস.আই(নিরস্ত্র) মোঃ ফিরোজ আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সের নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/১০/২২ইং তারিখে বিকাল ৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, শিবনগর গ্রামের হজুর বাড়ী সংলগ্ন বাগানে অভিযান পরিচালনা কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরবর্তীতে ৬৪ (চৌষট্টি) ভারতী বিয়ার ক্যান উদ্ধার করা হয়। উদ্ধারের ঘটনায় পলাতক আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। পলাতক আসামী গন হলো ১/মোঃ রুহুল আমিন (৩৭) পিতা - তাজুল ইসলাম গ্রাম শিব নগর, উপজেলা,থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া। ২/মোঃ মোরসালিন মিয়া (২৮) পিতা- নুর মোহাম্মদ গ্রাম মনিয়ন্দ- মিনারকোট, উপজেলা, থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া। আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইনচার্জ ওসি আসাদুল ইসলাম জানান,পলাতক আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। এবং পলাতক আসামী দের কে গ্রফতার এর জন্য বিশেষ পুলিশ টিম নিয়োগ করা হয়েছে৷ মাদকের অভিযান সবসময় অব্যাহত থাকবে বলেও ওনি জানান।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.