Header Ads

Study abroad in Spain

বিশ্বকাপ ফাইনালের আগে খুব বেশি সময় বাকি নেই।

 বিশ্বকাপ ফাইনালের আগে খুব বেশি সময় বাকি নেই।


বিশ্বকাপ ফাইনালের আগে খুব বেশি সময় বাকি নেই। এরপরই বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার চূড়ান্ত লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও ফ্রান্স।

‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ চূড়ান্ত এই লড়াইয়ের আগে এই ফাইনাল নিয়ে আপনার যা যা জানা প্রয়োজন, তা নিয়ে হাজির হয়েছে 

বিশ্বকাপ ফাইনাল কবে?
১৮ ডিসেম্বর রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ রাত ৯টায় বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে। 
এর আগে অবশ্য আরও একটি ম্যাচ বাকি আছে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচটা হবে ফাইনালের আগের দিন, শনিবার, ১৭ ডিসেম্বর। ফাইনালের মতো সেই ম্যাচও স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ রাত ৯টায় অনুষ্ঠিত হবে। 

কিভাবে দেখবেন বিশ্বকাপ ফাইনাল?
বাংলাদেশে পুরো বিশ্বকাপে সম্প্রচার করেছে বিটিভি, টি স্পোর্টস ও গাজী টিভি। ফাইনালেও এর ব্যত্যয় ঘটবে না।

বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে কোথায়?
লুসাইল স্টেডিয়াম বিশ্বকাপ ফাইনালের ভেন্যু।
ফিফার দাবি, কাতারের সবচেয়ে বড় এই স্টেডিয়ামের অফিসিয়াল ধারণক্ষমতা ৮৮,৯৬৬। তবে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা আরও জানিয়েছে ‘নির্দিষ্ট ম্যাচের জন্য ধারণক্ষমতায় সামান্য পরিবর্তন আসতে পারে’।
ফাইনালটি হবে ২০২২ বিশ্বকাপের ১০ম খেলা যা লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। লুসাইলের প্রথম ম্যাচটি রীতিমতো চমকই নিয়ে এসেছিল বিশ্বকাপে। সৌদি আরব এবারের আসরের হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়েছিল ২-১ গোলে।

এখানে যেসব ম্যাচ খেলা হয়েছে/হবে:
আর্জেন্টিনা ১-২ সৌদি আরব
ব্রাজিল ২-০ সার্বিয়া
আর্জেন্টিনা ২-০ মেক্সিকো
পর্তুগাল ২-০ উরুগুয়ে
সৌদি আরব ১-২ মেক্সিকো
ক্যামেরুন ১-০ ব্রাজিল
দ্বিতীয় ফাইনাল
পর্তুগাল ৬-১ সুইজারল্যান্ড
কোয়ার্টার ফাইনাল
নেদারল্যান্ডস ২-২ আর্জেন্টিনা (পেনাল্টিতে ৩-৪)
আর্জেন্টিনা ৩-০ ক্রোয়েশিয়া

বিশ্বকাপ ফাইনাল
আর্জেন্টিনা-ফ্রান্স

বিশ্বকাপের ফাইনালে খেলছে কোন দুই দল?
বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা। সে রেকর্ডটা এবারও ধরে রেখেছে লিওনেল মেসির দল। পেনাল্টিতে গোল করেন মেসি, সঙ্গে ইউলিয়ান অ্যালভারেজের জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয়ে নিয়ে ফাইনালে চলে আসে আর্জেন্টিনা।

ফ্রান্স অন্য সেমিফাইনাল জিতেছিল। স্পেন-পর্তুগালের বিদায়ঘণ্টা বাজানো মরক্কোকে হারায় ২-০ ব্যবধানে। গোল দুটো করেন থিও হার্নান্দেজ ও র‍্যান্ডাল কোলো মুয়ানি।

আগের বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল?
এর আগে একুশটি বিশ্বকাপ ফাইনাল মাঠে গড়িয়েছে। সেসব ম্যাচে আটটি ভিন্ন ভিন্ন বিজয়ী, ৭৭টি গোল হয়েছে। দুটো ম্যাচ গড়িয়েছে পেনাল্টি শ্যুটআউটে।

এক নজরে আগের সব বিশ্বকাপ ফাইনাল 
১৯৩০: উরুগুয়ে ৪-২ আর্জেন্টিনা
১৯৩৪: ইতালি ২-১ চেকোস্লোভাকিয়া*
১৯৩৮: ইতালি ৪-২ হাঙ্গেরি
১৯৫০: উরুগুয়ে ২-১ ব্রাজিল
১৯৫৪: পশ্চিম জার্মানি ৩-২ হাঙ্গেরি
১৯৫৮: ব্রাজিল ৫-২ সুইডেন
১৯৬২: ব্রাজিল ৩-১ চেকোস্লোভাকিয়া
১৯৬৬: ইংল্যান্ড ৪-২ পশ্চিম জার্মানি*
১৯৭০: ব্রাজিল ৪-১ ইতালি
১৯৭৪: পশ্চিম জার্মানি ২-১ নেদারল্যান্ডস
১৯৭৮: আর্জেন্টিনা ৩-১ নেদারল্যান্ডস*
১৯৮২: ইতালি ৩-১ পশ্চিম জার্মানি
১৯৮৬: আর্জেন্টিনা ৩-২ পশ্চিম জার্মানি

১৯৯০: পশ্চিম জার্মানি ১-০ আর্জেন্টিনা
১৯৯৪: ব্রাজিল ০-০ ইতালি* (ব্রাজিল পেনাল্টিতে ৩-২ জিতেছে)
১৯৯৮: ফ্রান্স ৩-০ ব্রাজিল
২০০২: ব্রাজিল ২-০ জার্মানি
২০০৬: ইতালি ১-১ ফ্রান্স* (ইতালি পেনাল্টিতে ৫-৩ জিতেছে)
২০১০: স্পেন ১-০ নেদারল্যান্ডস*
২০১৪: জার্মানি ১-০ আর্জেন্টিনা*
২০১৮: ফ্রান্স ৪-২ ক্রোয়েশিয়া
*অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচ


No comments

Theme images by konradlew. Powered by Blogger.