বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবু হানিফ
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবু হানিফ
রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনা বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিদ্যালয় পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন আবু হানিফ। এসময় ১ জন ব্যতীত কোনো প্রার্থী না থাকায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সদস্যদের সম্মতিক্রমে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক মুহাম্মদ আবু হানিফকে সভাপতি হিসেবে নির্বাচিত করেন অভিভাবক সদস্যরা। এছাড়াও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.ফোরকানকে সদস্য সচিব করে শান্তিপূূর্ণভাবে ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির ঘোষণা করা হয়।
নব নির্বাচিত কমিটির সভাপতি মুহাম্মদ আবু হানিফ বলেন, শিক্ষা ও ক্রীড়ার সার্বিক মানোন্নয়নসহ শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত ও বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করা এবং অসহায় শিক্ষার্থীদের পাশে থাকাই আমার মূল লক্ষ্য। সেই সাথে তিনি বিদ্যালয় সকল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবক সদস্যরা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মু. নেছার উদ্দিন বলেন, ইউএনও মহোদয়ের নির্দেশে বিধি মোতাবেক শান্তিপূর্ণভাবে ওই বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এই কমিটি আগামী দুই বছরের জন্য ঘোষণা করা হয়েছে।
No comments