জুরাইনে বিএনপির সমাবেশে কঠোর অবস্থানে শ্যামপুর থানা পুলিশ
জুরাইনে বিএনপির সমাবেশে কঠোর অবস্থানে শ্যামপুর থানা পুলিশ
স্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন:
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণতন্ত্রপূর্ণ উদ্ধার ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জুরাইন রেলগেটে আয়োজিত কেন্দ্রীয় পদ যাত্রার সমাপনী সমাবেশ উপলক্ষে অত্র এলাকার পরিবেশ নির্বিঘ্ন রাখতে জুরাইন জুড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতা দেখা গেছে।
ঢাকা মেট্রোপলিট পুলিশের শ্যামপুর মডেল থানা পুলিশ সুষ্ঠুভাবে সমাবেশ সম্পূর্ণ করার জন্য পূর্বে থেকেই ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছিলেন।
পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে রবিবার (৩০ জানুয়ারি) দুপুরে সমাবেশ চলাকালীন সময়ে অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) শিহাব উদ্দিন সহ বেশ কয়েকজন এস আই, এ এস আই, কনেস্টেবল সহ পুলিশের একটি চৌকিশ টিম অত্র এলাকার জনসাধারণের জান ও মালের নিরাপত্তার লক্ষ্যে পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ডিএমপি ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ জিয়াউল আহসান তালুকদার স্যারের নির্দেশনা অনুযায়ী সমগ্র সমাবেশ স্থল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করতে শ্যামপুর মডেল থানা পুলিশ সচেষ্ট ছিল।
কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তেমন কোনো আশংকাও ছিল না। সমাবেশের প্রতিটি জায়গা শ্যামপুর মডেল থানা পুলিশ মনিটরিং করেছে।
No comments