৩২৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ।
৩২৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ।
৩২৭ রানের বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে দলে ফেরা স্যাম কারানের করা ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন দুই ব্যাটার। কারানের পর প্রথম শিকার লিটন দাস। ডানহাতি এই উইকেটকিপার ব্যাটারের দেখানো পথে হাঁটলেন আগের ম্যাচে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা নাজমুল হোসেন শান্ত। ১ রানে ২ উইকেট নেই স্বাগতিকদের। প্রথম ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৪ রান।
ইনিংসের চতুর্থ বলে গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন লিটন। ব্যাকওয়ার্ড পয়েন্টে দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেছেন সেঞ্চুরিয়ান জেসন রয়। লিটন ফেরার পরের বলেই অফ স্টাম্পের বাইরে দিয়ে বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে বিপদ ডেকে আনলেন আগের ম্যাচে বাংলাদশের সর্বোচ্চ স্কোরার শান্ত। রানের খাতা খুলতে পারলেন না তিনিও।
বড় টার্গেট তাড়ায় বাংলাদেশের দুর্বলতা বরাবরই। এবারও ব্যত্যয় দেখা গেল না। এ প্রতিবেদন লিখতে লিখতে সাজঘরে ফিরেছেন অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমও। এবারও উইকেটটেকার সেই কারান। ৫ বলের মধ্যে তৃতীয় উইকেট কারানের। আবারো অফ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়া বল, আবারো সেই চিরাচরিত খোঁচা ব্যাটসম্যানের।
অবশ্য প্রথম দফায় আউট দেননি আম্পায়ার। পরে রিভিউ নিয়ে সফল হয়েছেন জস বাটলার। ৯ রানের মধ্যেই তৃতীয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের বোলারদের রীতিমতো তুলোধুনো করেছে সফরকারী ব্যাটাররা। শুরুটা করেছিলেন ইংলিশ ওপেনার জেসন রয়। তার ঝোড়ো সেঞ্চুরির পর ব্যাট হাতে দাপট দেখান অধিনায়ক জস বাটলার।
আর শেষ দিকে চড়াও হন মঈন আলি ও স্যাম কারান। স্বাগতিক বোলারদের ব্যর্থতার দিনে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ৩২৬ রানের বড় সংগ্রহ পেয়েছে ইংলিশরা। সিরিজ বাঁচাতে ৩২৭ রান করতে হবে তামিম ইকবাল বাহিনীকে।
No comments