Header Ads

Study abroad in Spain

কিশোরী মেয়েকে অপহরণ করে মাদক কারবারী শুভ'র হুমকি; থানায় জিডি

 কিশোরী মেয়েকে অপহরণ করে মাদক কারবারী শুভ'র হুমকি; থানায় জিডি


কিশোরী মেয়েকে অপহরণ করে মাদক কারবারী শুভ'র হুমকি; থানায় জিডি


নিজস্ব প্রতিবেদক-

সজল ওরফে শুভ নামে এক মাদক কারবারী ও তার পরিবারের  বিরুদ্ধে সিনথিয়া আক্তার নামে এক কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে গিয়ে জিম্মি করার অভিযোগ উঠেছে। গত ৫ মার্চ বিকেলে সিনথিয়া আক্তার নামে ১৫ বছরের ঐ কিশোরী হঠাৎ যাত্রাবাড়ী থানাধীন দয়াগঞ্জ এলাকার বাসা থেকে নিখোঁজ হয়ে যান। 

ঐ কিশোরীর পরিবার নানাভাবে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে যাত্রাবাড়ী থানায় নিখোঁজ কিশোরীর মা বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করে। এরই প্রেক্ষিতে তদন্ত শুরু হলে মুন্সিগঞ্জের কুখ্যাত মাদক কারবারী সজল ওরফে শুভ সিনথিয়ার ব্যবহৃত মোবাইল নং থেকে কল করে সিনথিয়ার মা রুবি বেগমের নম্বরে। 

কল করে সে জানায় সিনথিয়া তার কাছে আছে সে সিনথিয়াকে বিয়ে করেছে। মেয়েকে খোঁজাখুঁজি করলে বা আইনের আশ্রয় নিলে পরিনতি ভালো হবে না বলেও হুমকি দেয় মাদক কারবারী সজল। এ ঘটনার জেরে ভেঙ্গে পড়েছে নিখোঁজ কিশোরী  সিনথিয়ার পরিবার। তাদের অভিযোগ,  মাদক কারবারী সজল প্রেমের ফাঁদে ফেলে তাদের অপ্রাপ্ত বয়স্ক কিশোরী মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। 

এ ব্যাপারে থানায় জিডি ছাড়াও বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগও করেছে নিখোঁজ কিশোরীর পরিবার।  অনুসন্ধানে জানা গেছে,  ঐ কিশোরীকে অপহরণের দায়ে অভিযুক্ত সজল ওরফে শুভ(৩৮) একজন কুখ্যাত মাদক কারবারী। সর্বশেষ শ্যামপুর থানা পুলিশের অভিযানে  মাদকসহ আটক হয়ে দীর্ঘদিন জেলও খেটেছে সে। জানা গেছে, এর আগেও মুন্সিগঞ্জের সিরাজদিখানের সীমা আক্তার নামে এক মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে পরবর্তীতে সেই মেয়েকে টেকনাফ থেকে ইয়াবা আনার কাজে ব্যবহার করতে চাইলে পালিয়ে যায় সেই মেয়ে। 

খবর রয়েছে,  কিছুদিন আগেও টেকনাফ থেকে ইয়াবার বড় চালান নিয়ে ঢাকায় এসেছে মাদককারবারী শুভ। বর্তমানে সিনথিয়া নামে ঐ কিশোরীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আত্মগোপনে আছে  এই মাদক কারবারী ও তার পরিবার। প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে কিশোরী সিনথিয়াকে যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকা থেকে  বোরকা পড়িয়ে বিভ্রান্ত করে নিয়ে গেছে মাদক কারবারী শুভর মা ও ছোট ভাই আল আমিন। 

 তারা শুভর নির্দেশনামত সিনথিয়াকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অনুসন্ধানে আরো জানা গেছে, মাদককারবারী সজল ওরফে শুভ  ভিডিও তৈরির প্লাটফর্ম টিকটক এ্যাপে বিভিন্ন ভিডিও দিয়ে মেয়েদের সাথে সম্পর্ক গড়ে তোলে, পরবর্তীতে তার মা ও ভাই আল আমিন কে ব্যবহার করে বিয়ের নাটক সাজিয়ে সেসব মেয়েদের পরিবারকে হয়রানি করে। এ ব্যাপারে দ্রুত কিশোরী মেয়েকে উদ্ধার ও সজল ওরফে শুভ সহ এ অপহরণে জড়িত সকলকে আটকের দাবি জানিয়েছে নিখোঁজ সিনথিয়ার পরিবার।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.