Header Ads

Study abroad in Spain

যে কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন

 যে কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন


আইপিএলের গত আসরে প্রথমবারের মতো খেলার প্রস্তাব পেয়েছিলেন তাসকিন আহমেদ। তবে জাতীয় দলের কথা মাথায় রেখে সেই প্রস্তাব ফিরিয়ে দেন এই স্পিড স্টার। চলতি আইপিএলেও একইভাবে আইপিএলের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তাসকিন। এছাড়া আন্তর্জাতিক সূচি ও পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে নাম প্রত্যাহার করেন সাকিব আল হাসানও। যে কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এ বিষয়ে দেশীয় এক গণমাধ্যমকে জানিয়েছিলেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, ‘গতবারের মতো এবারও তাসকিনের আইপিএলে খেলার সুযোগ ছিল। তাসকিন যেতে পারেনি। সে যেহেতু অ্যাভেইলেভল না, এ কারণে এটা সে আগেই জানিয়ে দেয়।’

একইসঙ্গে লিটনের কলকাতার হয়ে খেলা প্রসঙ্গে জালাল বলেন, ‘সে ইতোমধ্যে দলের সঙ্গে যুক্ত হয়েছে, যদিও সব ম্যাচ খেলতে পারবে না। সাকিব যাচ্ছে না, সেটিও চিঠি দিয়ে জানিয়েছে। এসব বিষয়ে বিসিবি পরিচালকদের সঙ্গে আলোচনা করেছেন সভাপতি নাজমুল হাসান পাপন।’

খেলার সুযোগ থাকা সত্ত্বেও সাকিব-তাসকিন আইপিএলে না যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে মনে করেন জালাল ইউনুস, ‘তারা যেহেতু আর্থিক বিষয়াদি ছাড় দিয়েছে, তাই এখানে আমারদের করণীয় কী সে ব্যাপারে সিদ্ধান্ত নেব। আমরা কখনো তাদের পথে বাধা হয়ে দাঁড়াতে চাই না। আমাদের সবসময় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে, পাশাপাশি তাদের স্বার্থটাও দেখা আমাদের দায়িত্ব। হয়তো পুরো ক্ষতিপূরণ আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না। তবে, যতটুকু সম্ভব আমরা দেওয়ার চেষ্টা করব। এখন দেখা যাক তাদের জন্য আমরা কী করতে পারি।

তবে সাকিবরা এই বিষয়ে কিছু দাবি করেনি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘যেহেতু তারা আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু দাবি করেনি, তবে আমরা বুঝেছি যে তারা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এরপরই আমরা এমন সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নিয়েছি।’

সেক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ লাখ টাকার মতো পেতে পারেন সাকিব। এছাড়া তাসকিন এবং লিটন পেতে পারেন ১৫ লাখ টাকা করে। যদিও আনুষ্ঠানিকভাবে এখনও টাকার অঙ্কের কথা জানা যায়নি।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.