Header Ads

Study abroad in Spain

জিমন্যাস্টিকসের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ

 জিমন্যাস্টিকসের পাশে জাতীয় ক্রীড়া পরিষদ


সারা বিশ্বে জিমন্যাস্টিকস আকর্ষণীয় খেলা হলেও বাংলাদেশে জনপ্রিয়তায় খানিকটা পিছিয়ে। বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন খেলাটির প্রসার ও মান উন্নয়নে চেষ্টা করে যাচ্ছে। ফেডারেশনের এই প্রয়াসের সঙ্গে থাকছে জাতীয় ক্রীড়া পরিষদ। 

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল জিমনাস্টিকের উন্নয়নে জাতীয় ক্রীড়া পরিষদের ভূমিকা সম্পর্কে বলেন, ‘বিকেএসপি ও বান্দরবানের লামা থেকে মূলত জিমনাস্টরা উঠে আসছে। বান্দরবানের লামার কসমস স্কুলে জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে ৩০ লাখ টাকা বরাদ্দ ছিল। সামনের অর্থ বছরে সেই বরাদ্দ আরো বাড়বে আশা করি।

জিমনাস্টিক ফেডারেশনের উদ্যোগকেও প্রশংসা করেছেন মন্ত্রী, ‘জিমন্যাস্টিকস মূলত রাশিয়ান ও অন্য অঞ্চলের খেলা জিনগত কারণে। ভৌগোলিক ও শারীরিক গঠনগত দিক থেকে আমাদের জন্য বৈরীতা হলেও ফেডারেশনের সভাপতি মামুন ভাইসহ সবার চেষ্টায় এই খেলাটি আন্তর্জাতিক পর্যায়েও ভালো করছে।’ 

আজ দুপুরে প্রতিশ্রুত প্রাইজমানি পেলেন বঙ্গবন্ধু সেন্ট্রাল সাউথ এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের পদকজয়ীরা। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সংবর্ধনায় পদকজয়ীদের হাতে অর্থ পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি।

গত বছরের ২৬-৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় দলগতভাবে বাংলাদেশ ব্রোঞ্জ জেতে। রাজিব চাকমা প্যারালাল বারসে রুপা ও ভলটিং টেবিলে ব্রোঞ্জ এবং নারী বিভাগে বনফুলি চাকমা ভলটিং টেবিলে ব্রোঞ্জ পদক জেতেন। পুরো দলকে এক লাখ টাকা প্রাইজমানি দেওয়া হয়। এছাড়া রাজিব চাকমা এক লাখ ৬০ হাজার, বনফুলি চাকমা ৬০ হাজার টাকা প্রাইজমানি পান।

জিমন্যাস্টদের পাশাপাশি ফেডারেশনের কোচ ও কর্মকর্তাদের মধ্যে এক লাখ টাকার প্রাইজমানি দেওয়া হয়। টুর্নামেন্টে অংশ নেওয়া অন্য দেশগুলো হলো- উজবেকিস্তান, ভারত, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

একই সঙ্গে টেবিল টেনিস জাতীয় অনুর্ধ্ব-১৫ দলের খেলোয়াড় রামহিম লিয়ান বম, ঐশী রহমান, খই খই মারমা এবং রেশমি তঞ্চঙ্গাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। সংবর্ধনা শেষে প্রধানমন্ত্রীর কর্তৃক সীডমানি হিসেবে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনকে ২০ কোটি টাকার চেক তুলে দেন জাহিদ আহসান রাসেল। 

এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ, জিমন্যাস্টিকস ফেডারেশনের সভাপতি শেখ বশির আহমেদ মামুন ও সাধারণ সম্পাদক আহমেদুর রহমান, বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক একে সরকার, সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ ও টেবিল টেনিস ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনীর উপস্থিত ছিলেন।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.