Header Ads

Study abroad in Spain

প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক না রেখে উন্নয়ন সম্ভব নয়

 প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক না রেখে উন্নয়ন সম্ভব নয়


তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় না রেখে দেশের উন্নয়ন সম্ভব না। যারা বাংলাদেশের স্বাধীনতায় অবদান রেখেছে, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখার মাঝে দেশের উন্নতি নিহিত। তাদের বিরোধিতা করে দেশের উন্নয়ন করা সম্ভব নয়।

তিনি বলেন, আমি দেখতে পেলাম বিএনপিসহ সব রাজনৈতিক দল ভারতবিরোধী রাজনীতি করে। তারা প্রেস ক্লাব ও নয়া পল্টনের আঙিনা গরম করে। টেলিভিশনের পর্দা গরম করে ভারতবিরোধী বক্তব্য দিয়ে। তারা আবার গতকাল ভারতীয় হাইকমিশনে ইফতার করতে গেছে। আশা করি এই অপরাজনীতি তাদের বন্ধ হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল আমরা দেখেছি, তারা দেশে ভারতের বিরোধিতা করেছে, আবার ভারতে গিয়ে নতজানু নীতি অবলম্বন করেছে। তাদের নেত্রী ভারতীয় শাড়ি পরে ভারতবিরোধী কড়া বক্তব্য দেন। ভারত থেকে আসা গরুর মাংস খেয়ে ভারতবিরোধী গরম বক্তৃতা করেন।

১৯৭১ সালে ভারতের মানুষ শুধু সীমান্তের দুয়ার খুলে দেয়নি, হৃদয়ের দুয়ারও খুলে দিয়েছিল মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের অভ্যুত্থানে ভারতের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ভারতের সহযোগীতা ছাড়া বাংলাদেশের পক্ষে স্বাধীনতা অর্জন করা সম্ভব ছিল না। 

তিনি বলেন, আমরা মনে করি এ অঞ্চলের উন্নয়ন, ভারতীয় উপমহাদেশীয় উন্নয়ন, এ উপমহাদেশীয় দেশগুলোর মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য বৃদ্ধি করার মধ্যে নিহিত

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ-ভারত সম্প্রীতি পরিষদের অন্যতম উপদেষ্টা ড. নীম চন্দ্র ভৌমিক, উপদেষ্টা মো. সালাউদ্দিন, শব্দসৈনিক ড. মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.