Header Ads

Study abroad in Spain

ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনে বাংলা ১৪২৯ নব-বর্ষ উদযাপন

 ময়মনসিংহে বর্নাঢ্য আয়োজনে বাংলা ১৪২৯ নব-বর্ষ উদযাপন


১৪২৯ নববর্ষ উপলক্ষে সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে বর্ষবরন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচীর উদ্যোগ গ্রহন করা হয়েছে।বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সব মিলিয়ে সাজ সাজ রবও ছিল র‌্যালীতে। আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের পাশাপাশি বিভিন্ন পেশাজীবি মানুষের প্রতীকী সাজ উপস্থাপন করা হয়েছে বর্ষবরনে।
দীর্ঘ দু'বছর পর এবার নানা রকম বর্নীল সাজে ময়মনসিংহে বাংলা নববর্ষ ১৪২৯-এর বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সারা বছরের মঙ্গল কামনায় আশির্বাদস্বরূপ এই শোভাযাত্রার আয়োজন করা হয়। ১৪ এপ্রিল ২০২২ ইং ১লা বৈশাখ বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় শোভাযাত্রাটি নগরীর মুকুল নিকেতন বিদ্যালয় থেকে শুরু হয়ে টাউন হল মোড় হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জয়নুল আবেদীন পার্কে বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। উক্ত শোভাযাত্রার উদ্বোধন করেন,গণপ্রজাতন্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক এনামুল হক ও পুলিশ সুপার আহমার উজ্জামান ।এছাড়াও সকল প্রশাসনিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক/শিক্ষিকাসহ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এবছরের শোভাযাত্রায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ময়মনসিংহ শহরের বিভিন্ন স্হানে মোতায়েন ছিল ব্যাপক সংখ্যক বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্যগণ।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.