Header Ads

Study abroad in Spain

বাঙালির চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষ খুলনায় পহেলা বৈশাখ উদযাপন

 বাঙালির চিরায়ত ঐতিহ্য বাংলা নববর্ষ খুলনায় পহেলা বৈশাখ উদযাপন


বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আজ (বৃহস্পতিবার) খুলনায় পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। এ উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসন আয়োজনে এক মঙ্গল শোভাযাত্রায় সকালে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সংক্ষিপ্ত আকারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এতে প্রধান অতিথি ছিলেন। এসময় তিনি, সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলা নববর্ষ বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ উৎসব সর্বজনীন ও অসাম্প্রদায়িক। নতুন বছরের প্রথম দিনে অতীতের সকল গ্লানি ভুলে গিয়ে আমাদের সামনে এগুতে হবে। তিনি বলেন, অতীতের সকল গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সকলক্ষেত্রে আমাদের ঐক্যকে আরো সুসংহত করবে। জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার মোঃ মাহাবুব হাসান, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন। পহেলা বৈশাখ উপলক্ষ্যে খুলনা শিশু একাডেমি শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান আয়োজন করে। এখানে বৈশাখী মেলায় শোভা পাচ্ছে খুলনস শিশু পরিবার (এতিমখানা) কর্তৃক ঐতিহ্যবাহী বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং জেলখানার কয়েদিদের তৈরি বিভিন্ন হস্তশিল্প। সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্ব-স্ব ব্যবস্থাপনায় উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখের অনুষ্ঠান আয়োজন করেছে। জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে সকল সরকারী ও বেসরকারি প্রতিষ্ঠনসহ উপজেলাসমূহে বিভিন্ন কর্মসূচি পালন করছে। এ উপলক্ষে স্থানীয় সংবাদপত্র বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে। বাংলাদেশ বেতার খুলনা বিশেষ অনুষ্ঠান মালা প্রচার করছে।

No comments

Theme images by konradlew. Powered by Blogger.