Header Ads

Study abroad in Spain

পাইকগাছার লক্ষীখোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

 পাইকগাছার লক্ষীখোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন


পাইকগাছায় সহপাঠীকে রড দিয়ে পিটিয়ে কান ছিড়ে দেয়ার প্রতিবাদে লক্ষীখোলা কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছে।রোববার সকাল ৯ টায় কলেজ গেটের সামনে প্রধান সড়কে এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা জনৈক আবু মুছা ও নুরুজ্জামান মোল্যাকে কঠিন শাস্তির দাবী করে বিক্ষোভ করে। গত পহেলা রমজান ৩ এপ্রিল সকালে শাহরিয়ার হোসেন শাওন মুছার ডিপো ঘরের সামনে দিয়ে বাড়ী যাচ্ছিল।

এ সময় মুছা ডিপো ঘর থেকে বেরিয়ে এসে শাওনকে রাস্তায় পেয়ে কোন অতর্কিত রড দিয়ে মাথায় বাড়ী মারে যে বাড়ী তার কানে লাগে।

যাতে কানের পাতা ছিড়ে যায় হাসপাতালে নিয়ে কানে ১৬ টি সেলাই দেয়া হয় এ বিষয়ে ওইদিন থানায় মামলা হলে পুলিশ তাদের গ্রেপ্তার করে জেল- হাজতে পাঠায়।জানা যায় একটি খালসহ কয়েকটি বিষয় নিয়ে শাওনের বাবা সামিরুল ইসলামের সাথে আবু মুছার কিছুদিন যাবৎ বিরোধ চলছে।

বাবাকে না পেয়ে ছেলেকে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। সহপাঠীকে অহেতুক মারপিট করে কান ছিড়ে দেয়ায় কলেজিয়েটের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও মানববন্ধন করে।মানববন্ধনে বক্তব্য রাখে কলেজিয়েটের শিক্ষার্থী মুশফিকুর রহমাম মুরাদ,আশরাফুজ্জামান বাবু,তৈয়েবুর রহমান কিবরিয়া, ইয়াসিন আরাফাত, রাসেলুজ্জামান,মোস্তফা রাফিদ প্রিন্স,সৌরভ কুমার ঢালী,সেফাতুল্লাহ ও রাশেদুজজামান রিজভী।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.