Header Ads

Study abroad in Spain

ইমরান খানের বিদায়ের প্রভাব পড়বে পাকিস্তান ক্রিকেটে?

 ইমরান খানের বিদায়ের প্রভাব পড়বে পাকিস্তান ক্রিকেটে?


ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে আরও একবার। পাকিস্তানের আরও এক প্রধানমন্ত্রীর শেষ দেখতে হলো মেয়াদ পূরণের আগেই। এবার এর ভুক্তভোগী হয়েছেন দেশটির সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। তবে দেশটির রাজনৈতিক পটপরিবর্তনের পর এবার প্রশ্ন উঠছে আরও এক পদ নিয়ে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে রমিজ রাজার ভবিষ্যত কী? তা এবার উঠে আসছে আলোচনায়।

দেশটিতে ক্রিকেট ও রাজনীতি অনেকটা সাংবিধানিকভাবেই জড়াজড়ি করে আছে। দেশটির প্রধানমন্ত্রী তার পদাধিকার বলে স্বয়ংক্রিয়ভাবেই বনে যান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্যাট্রন ইন চিফ। সেই কারণেই ক্ষমতার পালাবদল হলেই দেশটির ক্রিকেটেও পটপরিবর্তন ঘটে।  

গত রাতে অনাস্থা ভোটে হেরে ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারিয়েছেন। জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে ইমরানের বিপক্ষে ছিলেন ১৭৪ জন। পাকিস্তানের ইতিহাসে তিনিই প্রথম কোনো প্রধানমন্ত্রী যিনি অনাস্থা ভোটে হারলেন। 

তার এমন বিদায়ের পর এবার হুমকির মুখে পড়ে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজার পদ। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে মনোযোগী রমিজকে পিসিবির দায়িত্বটা যে দিয়েছিলেন ইমরানই। গেল সেপ্টেম্বরে ৩ বছরের জন্য পিসিবি প্রধানের দায়িত্ব নেন তিনি। তবে সেই দায়িত্ব সাত মাসের মধ্যেই এবার পড়ে গেছে হুমকির মুখে। যে ইমরানকে তোপের মুখে বিদায় নিতে হয়েছে প্রধানমন্ত্রীত্ব থেকে, সেই ইমরানের ঘনিষ্ঠ একজনকে নিশ্চয়ই পিসিবির দায়িত্বে রাখবে না দেশটির নতুন সরকার। সে কারণেই আলোচনার পালে লাগছে হাওয়া।

পাক সংবাদ মাধ্যম জানাচ্ছে, এখনো তেমন কিছুই জানেন না রমিজ। তবে আঁচ পেলে নিজ থেকেই সরে যাবেন পিসিবি প্রধান। তখন তিনি আবারও ফিরে যাবেন ধারাভাষ্যকক্ষে। 

পাকিস্তানের ডেইলি এক্সপ্রেস পত্রিকা এটাও জানিয়ে রেখেছে, পিসিবির সাবেক এক কর্তা তার ঘনিষ্ঠ মহলে নাকি ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন, তিনিই ফিরছেন পিসিবি প্রধানের দায়িত্বে। সেটা হলে যে রমিজ থাকবেন না তার দায়িত্বে, তা বলাই বাহুল্য।


No comments

Theme images by konradlew. Powered by Blogger.