আন্তর্জাতিক বাজারে অস্তিরতার না থামলে দেশে নিত্যপণ্যের দাম কমার সুখবর নেই: রংপুরে বাণিজ্য মন্ত্রী
আন্তর্জাতিক বাজারে অস্তিরতার না থামলে দেশে নিত্যপণ্যের দাম কমার সুখবর নেই: রংপুরে বাণিজ্য মন্ত্রী
আন্তর্জাতিক বাজারে অস্তিরতা না থামলে দেশে নিত্যপণ্যের দাম কমার সুখবর দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বানিজ্য মন্ত্রী টিপু মুন্সি। দুপুরে রংপুরের মোটেল পর্যটনে আয়োজিত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মশালায় উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরো বলেন, সরকার নিয়মিত বাজার মনিটরিং করছে। অবৈধভাবে চাল মজুদের মাধ্যমে কেউ যেন বাজার অস্থিতিশীল করতে না পেরে সেজন্য শিগগিরই অভিযান শুরু হবে।
নিম্ন আয়ের পাঁচ কোটি মানুষের মধ্যে আবারো ন্যায্য মূল্যে ভোজ্য তেল বিক্রি করবে সরকার। এছাড়াও আন্তর্জাতিক বাজারে ডলারের মূল্য কমানোর জন্য বাংলাদেশ ব্যাংক উদ্যোগ নিয়েছে বলেও জানান টিপু মন্সী।
অনুষ্ঠানে মাদকের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহন করা হয়।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মোকাব্বির হোসেন, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূইয়া, রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলিম মাহমুদ ও বিভাগের ৮ জেলার প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেয়।
No comments