বয়রায় জাল নোট তৈরির সরঞ্জামাদি ও জাল নোটসহ ০১ জন আটক
বয়রায় জাল নোট তৈরির সরঞ্জামাদি ও জাল নোটসহ ০১ জন আটক
খুলনা মহানগীর সোনাডাঙ্গা থানাধীন বয়রার করিমনগর এলাকা থেকে জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদি ও পাঁচশো টাকা মূল্য মানের ২৩টি জাল নোটসহ মোঃ জসীম শেখ (৩৫) কে আটক করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ। কেএমপি'র সোনাডাঙ্গা মডেল থানার বিশেষ অভিযানে মঙ্গলবার দিবাগত রাত ০৩.৪৫ ঘটিকার সময় বয়রার করিমনগরের বাসিন্দা জনৈক মোঃ রেজাউল করিমের ২৩/২,এর চারতলা বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশে ইউনিটের ভাড়াটিয়া (আসামী) মোঃ জসীম শেখের ঘর থেকে ১১ হাজার পাঁচশো টাকা মূল্যের ২৩টি জাল
নোট, ০৮ টি কাঠের তৈরী ডাইস, ২টি এ্যালুমিনিয়ামের স্ক্যাবার, স্কীন বা ডাইস আটকানোর হার্ডবোর্ড, ৯টি প্লাষ্টিকের কৌটায় PCS PRINTING INKS যার মোট ওজন ৯ কেজি, চার কেজি প্লাষ্টিকের কৌটায় BCS
PRINTING INKS, ১৮ বান্ডিল সাদা রংয়ের টিস্যু কাগজ, ১৭ কেজি গাম, দুই কেজি স্প্রিট জাতীয় রোড্সের ক্যামিক্যালসহ আংশিক প্রিন্ট করা এক বান্ডেল ৫০০ টাকা ও এক বান্ডেল ১০০০ টাকার জাল নোট উদ্ধার করেছে। এসময় আসামী মোঃ জসীম শেখকে আটক করেছে। আসামী বাগেরহাটের কচুয়া উপজেলার ছিটবাড়ি এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের পুত্র।
কেএমপি সুত্রে জানায়, আসামী দীর্ঘদিন ধরে জব্দকৃত আলামত জাল টাকা তৈরিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ব্যাবহার করে আসছে। এব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় The Special Power Act 1974 এর 25-A ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। যার নং-০২, তাং-০১/০৬/২০২২ খ্রিঃ।
No comments