হযরত মুহম্মদ মোস্তফা(সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
হযরত মুহম্মদ মোস্তফা(সঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ভারতে বিজেপির মুখপাত্র কর্তৃক হযরত মুহম্মদ মোস্তফা(সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ময়মনসিংহে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'র উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন ২০২২ ইং সোমবার বিকাল তিনটায় টাউনের বড় মসজিদের সামনে ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'র কেন্দ্রীয় মজলিস এর সভাপতি আল্লামা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল সহ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য পেশ করেন ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহী'র কেন্দ্রীয় সভাপতি আল্লামা খালেদ সাইফুল্লাহ সা’দী, সহ-সভাপতি মুফতি আহমদ আলী, মাওঃ দেলোয়ার হোসেন, মাওঃ আনোয়ারুল হক মাওঃ মোহাঃ জাকারিয়া। সাধারণ সম্পাদক মাওঃ আবুল কালাম আজাদ, যুগ্ম-সম্পাদক মাওঃ মুঞ্জুরুল হক, জেলা সভাপতি মাওঃ মুফতি মহিবুল্লাহ, সাধারণ সম্পাদক মাওঃ মুহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মাওঃ শরিফুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মাওঃ আমিনুল হক মাওঃ জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মুফতি জাকির হোসেন, মহানগর সাধারণ সম্পাদক মুফতি রশিদ আহমদ, সদর উপজেলা সভাপতি মাওঃ গোলাম কিবরিয়া, মুফতি মাহবুব উল্লাহ, মুফতি আমীর ইবনে আহমদ, মাওঃ ফজলুর রহমান প্রমুখ। বিভিন্ন এলাকার মসজিদ ও মাদরাসা থেকে দলে দলে শত শত মুসুল্লীগণ বিক্ষোভ মিছিল সহকারে সমাবেশে যোগদান করেন তখন বড়বাজার ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। ‘বিশ্বনবীর অপমান সইবে নারে মুসলমান’, ‘নুপুর শর্মার ফাঁসি চাই-ফাঁসি চাই- ‘মোদী'র দুই গালে জুতা মারো তালে তালে’ তৌহিদী জনতার এমন হৃদয় বিধারক শ্লোগানে গোটা টাউন প্রকম্পিত হয়ে উঠে। সমাবেশ শেষে কয়েক হাজার ধর্মপ্রাণ তৌহিদী জনতা মিছিলে মিছিলে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ করে আঞ্জুমান ঈদগাহ মাঠে গিয়ে সমাপ্তি ঘোষনা করেন।আজকের বিশাল ও দীর্ঘ এই মিছিলটির কারনে নগরীতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
No comments