ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-১
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত-১
মঙ্গলবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের তৈয়ব আলী বটতলা ও পালেরহাটের মাঝামাঝি এলাকায় ২ টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসময় ট্রাকে থাকা কাঁচামাল পণ্যের মালিক আতিয়ার রহমান (৫০) নামে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়েছে। তাকে প্রাথমিকভাবে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। পরবর্তীতে তার অবস্থা মারাত্মক হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। এ সময় একটি ট্রাক মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ট্রাকে থাকা বিভিন্ন ধরনের কাঁচামাল রাস্তার উপর ছড়িয়ে ছিটকে পড়ে। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান পরিচালনা করছেন। এসময় ঘাতক ট্রাকটির ড্রাইভার পালিয়ে গেছে বলে জানা গেছে। দুটি ট্রাককেই মাদ্রাসা ঘাটের হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) আব্দুল আজিজ।
No comments